সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা ‘নৈতিক স্খলনের’ অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷ আগামী পাঁচ দিনের মধ্যে তাঁকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে৷ পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে৷

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি৷ দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন৷

সারোয়ার তুষারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে এনসিপি বলেছে, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে৷ ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা দলের আহ্বায়ক মো.

নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন৷ এমন অবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো৷’

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স র য় র ত ষ রক এনস প র

এছাড়াও পড়ুন:

আমি বললাম, ‘আমাকে সাত দিন সময় দাও, তোমাকে প্রমাণ করে দেখাব’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ