টিকটকে যুক্ত হলো নতুন এআই টুল, যে সুবিধা পাওয়া যাবে
Published: 17th, June 2025 GMT
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি একাধিক ছবির সমন্বয়ে তৈরি স্লাইড শো বেশ জনপ্রিয় টিকটকে। আর তাই টিকটকে নিয়মিত বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে নিজেদের পণ্য ও সেবার প্রচারণা চালিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এবার সহজে বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন টুল চালু করেছে টিকটক। ছবি ও লেখাকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে রূপান্তর করতে সক্ষম টুলটি কাজে লাগিয়ে বিজ্ঞাপনদাতারা সহজেই নিজেদের চাহিদামতো ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।
টিকটকের তথ্যমতে, নতুন টুলটি দিয়ে সহজেই ছবি বা বার্তা লিখে বিজ্ঞাপনের ভিডিও ক্লিপ তৈরি করা যাবে। শুধু তা–ই নয়, বিজ্ঞাপনে থাকা এআইনির্ভর অ্যাভাটার বিভিন্ন পণ্য হাতে নিয়ে প্রদর্শন করতে পারবে। পোশাক পরে দেখানোর পাশাপাশি স্মার্টফোনে কোনো অ্যাপ ব্যবহারের দৃশ্য তুলে ধরতে পারবে অ্যাভাটার।
গত বছর বিজ্ঞাপনদাতাদের জন্য এআইনির্ভর ‘টিকটক সিম্ফনি’ টুল চালু করে চিকটক। টুলটিতে ভিডিওর স্ক্রিপ্ট লেখার সহায়ক ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভয়েস ডাবিং ও জেনারেটিভ অ্যাভাটার তৈরির সুবিধা থাকলেও এবার ছবি ও বার্তা থেকে ভিডিও তৈরির পাশাপাশি অ্যাভাটারের মাধ্যমে পণ্য উপস্থাপনার সুবিধা পাওয়া যাবে। এর ফলে আগের তুলনায় সহজেই টিকটকের জন্য ভালো মানের বিজ্ঞাপন তৈরি করা যাবে। সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে নতুন টুলটি শিগগিরই বিশ্বজুড়ে বিজ্ঞাপনদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।
বিশ্বজুড়ে বিজ্ঞাপন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। কম সময় ও খরচে কনটেন্ট তৈরির সুবিধা থাকায় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এই প্রযুক্তি নিয়মিত ব্যবহার করছে। মেটা এরই মধ্যে বিজ্ঞাপন তৈরির প্রতিটি ধাপে এআই ব্যবহারের পরিকল্পনা করেছে এবং ২০২৬ সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বিজ্ঞাপন নির্মাণের প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র র জন য ট কটক
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন