সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর  চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গুলি করে, বোমা মেরে, সন্ত্রাস তৈরি করে এই বিচার  কাজ পরিচালনা থেকে আমাদেরকে কোনভাবেই দূরে রাখা যাবে না। 
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠানে আজ মঙ্গলবার এসব কথা বলেন তিনি। 

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এ সংবর্ধনার আয়োজন করে। ট্রাইব্যুনালের টিনশেড ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এ সময় ট্রাইব্যুনাল ২ এর অপর দুই সদস্য বিচারক মো.

মনজুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন। গত ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পুনর্গঠন করা হয়। 

সংবর্ধনায় বিচারপতি ইসলাম চৌধুরী আরও বলেন, আমরা আল্লাহতালার উপর বিশ্বাসী। তিনি আমাদের সহায়। আমাদেরকে এখানে বসানো হয়েছে জাতীয় দায়িত্ব পালন করতে। নেয় বিচার করতে বসেছি, কোন ভয় ভীতি থেকে বিচার কাজকে দূরে রাখা যাবে না। আল্লাহর ওপর ভরসা রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ়প্রতিঙ্গ। 

তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা এই তরি বেয়ে নিয়ে যাব তীরে। 

সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বিচারের স্বচ্ছতা নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, বিচারের মর্যাদা যেন আন্তর্জাতিক মানের হয় সেদিকেই খেয়াল রেখে বিচার কাজ পরিচালনা করা হবে।
 
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে দেশের মানুষের ওপর অত্যাচার ও অনাচার হয়েছে, তার বিচার করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোন ধরনের প্রশ্নবোধক চিহ্ন না থাকে সেটাকেই আমাদের নিশ্চিত করতে হবে। তাছাড়া ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দিনের ভোট রাতে যেন না হয়, সেই আলোর পথ আমরা দেখতে চাই। 

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল। আগামীকাল থেকে বিচারকরা এজলাসে বসবেন। 

তিনি বলেন, একটা ট্রাইব্যুনাল এর পক্ষে এতগুলো মামলা পরিচালনা করা সম্ভব নয়। তাই আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখন প্রসিকিউশন থেকে ট্রাইব্যুনাল-২ কে মামলা ভাগাভাগি করে দেয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব চ রক আম দ র অপর ধ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ