সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাব
Published: 17th, June 2025 GMT
সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গুলি করে, বোমা মেরে, সন্ত্রাস তৈরি করে এই বিচার কাজ পরিচালনা থেকে আমাদেরকে কোনভাবেই দূরে রাখা যাবে না।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠানে আজ মঙ্গলবার এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এ সংবর্ধনার আয়োজন করে। ট্রাইব্যুনালের টিনশেড ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় ট্রাইব্যুনাল ২ এর অপর দুই সদস্য বিচারক মো.
সংবর্ধনায় বিচারপতি ইসলাম চৌধুরী আরও বলেন, আমরা আল্লাহতালার উপর বিশ্বাসী। তিনি আমাদের সহায়। আমাদেরকে এখানে বসানো হয়েছে জাতীয় দায়িত্ব পালন করতে। নেয় বিচার করতে বসেছি, কোন ভয় ভীতি থেকে বিচার কাজকে দূরে রাখা যাবে না। আল্লাহর ওপর ভরসা রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ়প্রতিঙ্গ।
তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা এই তরি বেয়ে নিয়ে যাব তীরে।
সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বিচারের স্বচ্ছতা নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, বিচারের মর্যাদা যেন আন্তর্জাতিক মানের হয় সেদিকেই খেয়াল রেখে বিচার কাজ পরিচালনা করা হবে।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে দেশের মানুষের ওপর অত্যাচার ও অনাচার হয়েছে, তার বিচার করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোন ধরনের প্রশ্নবোধক চিহ্ন না থাকে সেটাকেই আমাদের নিশ্চিত করতে হবে। তাছাড়া ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দিনের ভোট রাতে যেন না হয়, সেই আলোর পথ আমরা দেখতে চাই।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল। আগামীকাল থেকে বিচারকরা এজলাসে বসবেন।
তিনি বলেন, একটা ট্রাইব্যুনাল এর পক্ষে এতগুলো মামলা পরিচালনা করা সম্ভব নয়। তাই আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখন প্রসিকিউশন থেকে ট্রাইব্যুনাল-২ কে মামলা ভাগাভাগি করে দেয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব চ রক আম দ র অপর ধ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫