স্কটল্যান্ডের এক ছোট্ট গ্রাম পোর্টনকি। সেখানেই থাকতেন আলাইনা স্টিফেন। ১৯৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি একটি স্কুল প্রকল্পের অংশ হিসেবে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন একটি বোতল। বোতলের ভেতরে ছিল তাঁর হাতে লেখা এক ছোট্ট চিঠি।

চিঠিতে আলাইনা নিজের নাম, বয়স, কোথা থেকে লিখেছেন ইত্যাদি লিখেছিলেন। বলেছিলেন, যদি কেউ চিঠিটি পান, তাহলে যেন উত্তর দেন।

চিঠিটি স্কটল্যান্ডে তৈরি ‘মোরে কাপ’ নামের একটি পানীয়র ফাঁকা বোতলে রাখা হয়েছিল। বোতলটি শিশু আলাইনা তাঁর শিক্ষকের হাতে তুলে দেন। ওই শিক্ষকের স্বামী পেশায় ছিলেন মাছশিকারি। তিনি সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় এটি মাঝসমুদ্রে ছুড়ে দেন।

এরই মধ্যে কেটে যায় ৩১ বছর। হঠাৎ একদিন নরওয়ের ভেগা অঞ্চলের একটি ছোট দ্বীপ লিসশেলয়ায় সেই চিঠি খুঁজে পান পিয়া ব্রড্টমান নামের এক তরুণী। তিনি জার্মানির নাগরিক এবং স্বেচ্ছাসেবক হিসেবে সেই দ্বীপে সৈকত পরিষ্কারের কাজ করছিলেন।

চিঠিটি পেয়ে পিয়া রীতিমতো বিস্মিত হন। এরপর তিনি আলাইনাকে একটি পোস্টকার্ড পাঠান, সেখানে চিঠি পাওয়ার খবর জানানো হয়। পিয়াও চিঠিতে নিজের পরিচয়, বয়স, আগ্রহ আর চিঠি কোথায় পেয়েছেন, তা লেখেন।

আলাইনার বয়স এখন ৪২ বছর। তিনি বলেন, পোস্টকার্ড পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। এখনো একই ঠিকানায় থাকায় তিনি সরাসরি চিঠিটি হাতে পান।

পরে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। আলাইনা জানান, চিঠিটি এত বছর পরও অক্ষত দেখে তিনি হতবাক। আর পিয়া জানান, এই ঘটনা তাঁকে খুব আবেগতাড়িত করেছে।

এক শিশুর ছোট্ট কৌতূহল আর একটি বোতল কত শত মাইল পাড়ি দিয়ে, কত বছর পর নতুন ঠিকানায় পৌঁছাল। সম্পূর্ণ অপরিচিত ভিন্ন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করল। এই ঘটনা সত্যিই আমাদের অনুভূতিকে ছুঁয়ে যায়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে নিয়োগ, আবেদন ডাক/কুরিয়ারে

চিফ সিকিউরিটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপালী ব্যাংক পিএলসি। ডাক/কুরিয়ার যোগে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫।

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)

পদমর্যাদা: উপমহাব্যবস্থাপক (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ০১

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রতিরক্ষা বাহিনী/আইনশৃঙ্খলা প্রয়োগ/রক্ষাকারী বাহিনীর কর্মরত/অবসরপ্রাপ্ত মেজর বা এসপি পদমর্যাদার কর্মকর্তা।

আরও পড়ুনপরিকল্পনা মন্ত্রণালয়ে ৬৫ পদে নিয়োগ, আবেদন শুরু৩ ঘণ্টা আগেবয়সসীমা

সর্বনিম্ন ৪৫ বছর, সর্বোচ্চ ৬০ বছর।

আরও পড়ুনসংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার১৬ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা

উপমহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক পিএলসি, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ৫২-৫৩, ইউনূস ট্রেড সেন্টার, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

৩০ নভেম্বর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ