গুগল ও অ্যাপলের পর এবার ফেসবুকে পাসকি প্রযুক্তি যুক্ত করেছে মেটা। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা এখন পাসওয়ার্ড ছাড়াই দ্রুত ও নিরাপদে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এ সুবিধা ব্যবহার করা যাবে। মেসেঞ্জারেও খুব শিগগিরই পাসকি ব্যবহারের সুযোগ চালু হবে বলে জানিয়েছে মেটা।

বর্তমানে অনলাইনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের কারণে আলাদা করে পাসওয়ার্ড মনে রাখা অনেকের জন্যই ভোগান্তির বিষয় হয়ে উঠেছে। পাসকি প্রযুক্তিতে ফেস আইডি, আঙুলের ছাপ বা ফোন আনলক করার পদ্ধতি ব্যবহার করে নিজের পরিচয় নিশ্চিত করতে পারেন ব্যবহারকারীরা। ফলে পাসকি প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীকে আর পাসওয়ার্ড মনে রাখতে হয় না।

পাসকি প্রযুক্তি যুক্তের পর ফেসবুক জানিয়েছে, পাসকি ব্যবহারে ফেসবুকে লগইন আগের তুলনায় আরও সহজ ও দ্রুত হবে। কোনো পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না। ভবিষ্যতে শুধু ফেসবুকে লগইনেই নয়, মেটা পে–এর মাধ্যমে ডিজিটাল লেনদেন ও মেসেঞ্জারে বার্তা সুরক্ষার ক্ষেত্রেও পাসকি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

পাসকি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপের সেটিংস মেনুতে প্রবেশ করে ‘অ্যাকাউন্টস সেন্টার’ থেকে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যেতে হবে। সেখানে গিয়ে পাসকি তৈরি করার অপশন পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে ফেস আইডি, আঙুলের ছাপ বা ফোন আনলকের পিন ব্যবহার করে পাসকি সেটআপ করতে পারবেন। মেটার তথ্যমতে, পাসকি সুবিধায় ব্যবহারকারীর কোনো বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ বা অন্য কারও সঙ্গে শেয়ার করা হবে না। ফলে ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে।

সূত্র: নিউজ ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর ফ সব ক প সওয

এছাড়াও পড়ুন:

নিউজার্সির গভর্নর পদে জয়ী হবেন ডেমোক্র্যাট প্রার্থী শেরিল

যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয়ী হবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই আভাস দিয়েছে।

নিউজার্সি অঙ্গরাজ্য ডেমোক্রেটিক রাজনীতির সমর্থক, বা ‘ব্লু স্টেট’। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের হারেন। কিন্তু ২০১৬ সালের তুলনায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এখানে ভালো ফল করেন।

অর্থাৎ, মাত্র এক বছর আগের ভোটে (প্রেসিডেন্ট নির্বাচন) অঙ্গরাজ্যটির ট্রাম্পের দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবারের নির্বাচন নিয়ে সিএনএনের যে আভাস, তা বলছে, নিউজার্সির গভর্নর পদ ডেমোক্র্যাটদের হাতেই থাকছে।

শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করতে যাচ্ছেন।
সিয়াতারেল্লি অঙ্গরাজ্যের সাবেক আইনপ্রণেতা। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তিনি তৃতীয়বারের মতো গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন।

সম্পর্কিত নিবন্ধ