সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ রাখার দাবি বিএনপির
Published: 21st, October 2025 GMT
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আগামী বছরের ২৬ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সংসদ অনুষ্ঠান অর্থবহ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এখন কেয়ারটেকার গভমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভমেন্টের বলতে যা বুঝায়, একটা তত্ত্বাবধয়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সোয়া ৭টার দিকে প্রধান উপদেষ্টা ড.
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না
মির্জা ফখরুল বলেন, “সচিবালয়ে চিহ্নিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে, জেলা প্রশাসনেও নিরপেক্ষ লোক দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে একদম নিরপেক্ষ অবস্থা থেকে।”
তিনি বলেন, “সরকার প্রধানকে আমরা আমাদের উদ্বিগ্ন বিষয়গুলো বলেছি। এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ড ম হ ম মদ ইউন স ব এনপ র সরক র
এছাড়াও পড়ুন:
গুজবে কান না দিয়ে আপনার সস্তানকে টাইফয়েডের টিকা দিন : এডিসি আলমগীর
গুজবে কান না দিয়ে আপনার সন্তানকে টাইফয়েড রোগ থেকে বাঁচতে টাইফয়েডের টিকা নিতে শিশু সন্তানদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থায়ী টিকা কেন্দ্রে নিজের দুই শিশু সন্তানদের টাইফয়েড টিকা দেয়ান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ঝর্ণা রানী দাসসহ অন্যান্য স্বাস্থ্য সহকারিগণ।