কালো টাকা সাদা হচ্ছে না সম্পত্তি হস্তান্তর কর কমলাে
Published: 22nd, June 2025 GMT
প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ রাখা হয়েছিল, সমালোচনার মুখে তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সামাজির সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোসহ শুল্ক-করে কিছু পরিবর্তন এনে ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় বাজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। গত ২ জুন প্রস্তাবিত বাজেটে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট এবং ভবন কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হয়েছিল। তবে আগের চেয়ে করের পরিমাণ বাড়ানো হয়। এ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে তা প্রত্যাহারের সিদ্ধান্ত এলো।
অনুমোদিত বাজেট নিয়ে গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এতে অর্থ উপদেষ্টা ড.
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘এখন প্রশ্ন আসতে পারে, যারা আগে টাকা দেখায়নি (অপ্রদর্শিত অর্থ রয়েছে) তাদের এখন কী হবে? তাদের জন্য যেটা আছে, সেটা হচ্ছে তারা রেগুলার ট্যাক্স দেবে। মার্জিনাল ট্যাক্স ৩০ শতাংশ প্লাস ১০ শতাংশ অতিরিক্ত দেবে। এটা কালো টাকা বলে আমরা মনে করি না। ফলে কেউ কিন্তু এটা নিয়ে আপত্তিও করে নাই।’
তিনি আরও বলেন, ‘ভবন বা ফ্ল্যাটে স্কয়ার ফুট অনুযায়ী কর দিয়ে যারা কালো টাকা সাদা করত, রেগুলার ট্যাক্সের থেকে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত। সেটা আমরা পাঁচ গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরও যেহেতু একটা বড় দাবি এসেছিল, এবার আমরা এটা বিলোপ করে দিয়েছি।’
সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ল
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রস্তাবিত ৮১ হাজার ২৯৭ কোটি টাকার পরিবর্তে এবার বরাদ্দ দেওয়া হয়েছে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের তুলনায় বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা। অবসরভাতা ও সঞ্চয়পত্রের সুদ এতে অন্তর্ভুক্ত নেই।
শুল্ক-করে যেসব পরিবর্তন
অর্থ মন্ত্রণালয় শুল্ক-করের পরিবর্তন নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের অন্যূন ১০ শতাংশ শেয়ার আইপিও বা সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে হস্তান্তর হয়েছে, তাদের ক্ষেত্রে আয়ের সাড়ে ২২ শতাংশ করারোপ করা হয়েছে। তবে বিবেচ্য আয়বর্ষে সব ধরনের আয় ব্যাংক লেনদেনের মাধ্যমে সম্পন্ন করলে করহার ২০ শতাংশ হবে। অন্য সব পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে সাড়ে ২৭ শতাংশ করারোপ করা হয়েছে। তবে বিবেচ্য আয়বর্ষে সব আয় ব্যাংক লেনদেনের মাধ্যমে সম্পন্ন করলে করহার ২৫ শতাংশ।
এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের করহার ১৫ শতাংশের স্থলে ১০ শতাংশ হবে। সম্পত্তি হস্তান্তর হতে কর কর্তনের হার ৮ শতাংশ, ৬ শতাংশ ও ৪ শতাংশের স্থলে কমিয়ে যথাক্রমে ৫ শতাংশ, ৩ শতাংশ ও ২ শতাংশ করা হয়েছে।
রিফাইন্ড পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে আগাম কর সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঝুট থেকে রিসাইক্লিং প্রক্রিয়ায় উৎপাদিত তুলার উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তা পরিচালিত বিউটি পার্লারের স্থান ও স্থাপনা ভাড়ার ওপর এবং বলপয়েন্ট কলমের আমদানি পর্যায়ে মূসক অব্যাহতি প্রদান করা। হার্টের রিং ও চোখের লেন্স আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ত ব ত ব সরক র উপদ ষ ট কর র প বর দ দ
এছাড়াও পড়ুন:
ভাগ্য ও রিজিক হয়তো সব সময় এ রকম থাকে না—বললেন তাওহিদ হৃদয়
‘হৃদয় কতটা ভালো সে সম্পর্কে অনেক শুনেছি। কিছু ঝলকও আগে দেখেছি। কিন্তু আজ (কাল) হৃদয় তার ক্লাস দেখিয়েছে। দুর্দান্ত ইনিংস।’ এটা ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের টুইট।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের ৫৮ রানের ইনিংসে ভোগলে কতটা মুগ্ধ হয়েছেন সেটা তাঁর শব্দচয়নেই বোঝা যাচ্ছে। শুধু ভোগলে নন, হৃদয়ের ইনিংসে মুগ্ধ হয়েছেন অনেকেই। কাল ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু হৃদয় নিজে কী বলছেন?
২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের সময়টা ভালো যাচ্ছিল না। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ইনিংস ফিফটি ছিল না হৃদয়ের। মাঠের বাইরের ঘটনাতেও সমালোচিত ছিলেন। গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে দেশের ক্রিকেটে কম জল ঘোলা হয়নি।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি হয় হৃদয়ের। অনেকেই তাঁর নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এর পাশাপাশি মায়ের ক্যানসার সংক্রান্ত দুশ্চিন্তাও তাঁকে ভীষণভাবে চাপের মধ্যে ফেলেছিল। তাই হৃদয়ই জানেন, তাঁর ওপর দিয়ে কী গেছে আর কী যাচ্ছে।
মাঠে চমৎকার একটি ইনিংস খেলার পর নিজের সে সব অনুভূতিই ফেসবুকে প্রকাশ করেছেন অল্প কথায়। হৃদয় লিখেছেন, ‘চেষ্টা সব সময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সব সময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ টুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য।’
হৃদয়ের আগে ফিফটি করেন সাইফও।