মেয়েকে নিয়ে হাসপাতালে মা, ধর্ষণচেষ্টার মামলা করতে গিয়ে বাবা-ভাই কারাগারে
Published: 22nd, October 2025 GMT
পঞ্চগড়ের বোদায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করতে থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন ভুক্তভোগীর বাবা, ভাই ও চাচা। অভিযুক্তকে মারধরের ঘটনায় হওয়া মামলায় তাদের আদালতের মাধ্যমে মঙ্গলবার (২১ অক্টোবর) কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের দোতলার বারান্দার বিছানায় মেয়েকে নিয়ে অবস্থান করছেন তার মা।
আরো পড়ুন:
‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা
জোবায়েদ হত্যা: ছাত্রী বর্ষাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, আগে মারধরের শিকার ব্যক্তি মামলা করেছেন। পরে শিশুটির বাবাসহ তিনজন ধর্ষণচেষ্টার মামলা করতে আসলে তাদের মামলটিও নেওয়া হয়। তারা যেহেতু আসামি, তাই আমরা তাদের গ্রেপ্তার করেছি।”
একটি মামলার বাদী ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আশিকুজ্জামান মানিক। তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। অপর মামলাটি করেছেন ধর্ষণচেষ্টার শিকার দাবি করা শিশুটির পরিবার।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, গত সোমবার দুপুরে মানিকের বাড়িতে টিভি দেখতে যায় শিশুটি। সেখান থেকে ফেরার সময় বাড়ির একটি গলিতে মেয়েটির মুখ চেপে ধর্ষণচেষ্টা করেন মানিক। শিশুটি কোনমতে ছুটে বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।
পরিবারটির দাবি, রাতে থানায় অভিযোগ করতে গেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন শিশুটির পরিবারের সদস্যদের হাত থেকে অভিযোগের কাগজটি নিয়ে ছিড়ে ফেলেন। মামলার এজাহার জমা দিতে গিয়ে উল্টো গ্রেপ্তার হন শিশুটির বাবা, ভাই ও চাচা। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের বারান্দায় শিশুটির মা বলেন, “আমার মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় গেলে উল্টো পুলিশ আমার ছেলে, স্বামী ও তার ভাইকে গ্রেপ্তার করেছে। বিএনপি নেতাকর্মীরা সবার সামনে আমাদের অভিযোগ ছিড়ে ফেলেছে। আমাদের হুমকি দিচ্ছে। আমি কি আমার মেয়ের ওপর নির্যাতনের ন্যায়বিচার পাব না?”
অভিযোগ অস্বীকার করে আশিকুজ্জামান মানিক জানান, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার দিন টিভি বন্ধ করে ঘাস কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে অমানবিকভাবে মারধর করে। এমনকি তার স্ত্রী সন্তানদের ওপরেও হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আশিকুজ্জামান মানিক বলেন, “তারা আওয়ামী লীগের সময় মানুষের জমি দখল করেছিল। সরকার পতনের পর এলাকার মানুষকে নিয়ে সেই জমি উদ্ধার করা হয়। এ কারণে তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। আমাকে পরিকল্পিতভাবে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি এখন রংপুরে চিকিৎসাধীন। আমার একটা চোখ নষ্টের পথে। আমার ওপর নির্যাতন দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন দেয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমার ওপর হওয়া হামলার বিচার চাই।”
বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, “পূর্ব শত্রুতার জেরে মব সৃষ্টি করে মানিককে মারধর করে আধমরা করা হয়। ৯৯৯ নম্বরে ফোন করে স্থানীয়রা সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আগে মানিক মামলা করেছেন। পরে শিশুটির বাবাসহ তিনজন ধর্ষণচেষ্টার মামলা করতে আসলে তাদের মামলটিও নেওয়া হয়। তারা যেহেতু আসামি, তাই আমরা তাদের গ্রেপ্তার করেছি। এখানে মামলার এজাহার ছেড়ার কোনো ঘটনা ঘটেনি।”
ঢাকা/বাদশাহ/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ র কর ছ পর ব র কর ছ ন র ওপর ম রধর
এছাড়াও পড়ুন:
অভিষেকেই ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদির
অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছে আসিফের। আর অভিষেকেই এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। তাতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন আসিফ।
আসিফ ভেঙেছেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওটের রেকর্ড। ইংল্যান্ডের সাবেক এই লেগ স্পিনার ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মেরিওট নেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬টি।
আসিফের ৫ উইকেটে রাওয়ালপিন্ডি টেস্টে ভালো অবস্থানে আছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩৩ রান করা পাকিস্তান বোলিংয়ে ২৩৫ রানে দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট তুলে নিয়েছে। প্রথম ইনিংসে ভালো লিড পাওয়ার সম্ভাবনা এখন পাকিস্তানের সামনে।
আসিফ কাল বিকেলে ফিরিয়েছেন টনি ডি জর্জি ও ডেভাল্ড ব্রেভিসকে। আজ টেস্টের তৃতীয় দিন সকালে আসিফ হয়ে ওঠেন আরও ভয়ংকর। কাইল ভেরেইনার পর আউট করেছেন ৭৬ রান করা ত্রিস্তান স্টাবসকে। এরপর স্পিনার সাইমন হারমারকে ফিরিয়ে রেকর্ড গড়েন আসিফ।
আরও পড়ুনঅধিনায়ক ও খেলোয়াড় পাঠিয়ে ভারতকে এশিয়া কাপের ট্রফি নিয়ে যেতে বললেন নাকভি১ ঘণ্টা আগেপাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় আসিফের। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আসিফের চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছে দুজনের—অফ স্পিনার মিরান বখশ ও আমির এলাহি, যিনি মিডিয়াম পেসের পাশাপাশি লেগ স্পিনও করতেন।
১৯৫৫ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোরে অভিষেক টেস্টে মাঠে নামার সময় মিরান বখশের বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন! আর ১৯৫২ সালে পাকিস্তানের হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নামার সময় আমির এলাহির বয়স ছিল ৪৪ বছর ৪৫ দিন। তবে এলাহির টেস্ট অভিষেক আরও আগে, ১৯৪৭ সালে ভারতের জার্সিতে।
আরও পড়ুন‘ভালো বউ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার’৫ ঘণ্টা আগে