Prothomalo:
2025-10-03@07:08:53 GMT

অডিও বুকের বিক্রি বেড়েছে

Published: 24th, June 2025 GMT

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থাগুলো এখন কেবল মুদ্রিত বই প্রকাশ করে না, সঙ্গে রাখে অডিও বুক, ই-বুকের মতো ডিজিটাল বই। এর মধ্যে মুদ্রিত বই ও ই-বুক পড়তে হয়, কিন্তু অডিও বুক পড়তে হয় না। শুধু কানের মধ্যে হেডফোনের জ্যাক গুঁজে দিলেই হলো। এ কারণে হয়তো যুক্তরাষ্ট্রে অডিও বুকের জনপ্রিয়তা বাড়ছে। পাবলিশার্স উইকলির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গত বছর অডিও বুকের বিক্রি বেড়েছে।

সদ্য প্রকাশিত অডিও পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (এপিএ) বিক্রয় জরিপ সার্ভে বলছে, ২০২৪ সালে অডিও বুক বিক্রি দ্বিগুণ অঙ্কের প্রবৃদ্ধির ঘরে ফিরেছে। জরিপ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় গত বছর অডিও বুকের বিক্রি ১৩ শতাংশ বেড়েছে। বেশ কয়েক বছর ধরে এই মাধ্যমের বই বছরে ১০ শতাংশ করে বাড়ছিল, তবে ২০২৩ সালে তা সামান্য কমে ৯ শতাংশ হয়েছিল।

তবে সর্বশেষ জরিপে বলা হচ্ছে, গত বছর তথ্য সরবরাহকারী এপিএ সদস্যদের মোট বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ২২০ কোটি ডলারে। এই বৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল ডিজিটাল অডিও, যার বিক্রি ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মোট আয়ের ৯৯ শতাংশ। এই বিক্রি জরিপটি পরিচালনা করেছে টোলুনা হ্যারিস ইন্টারঅ্যাকটিভ এবং এতে অংশগ্রহণ করেছে অডিবল, হ্যাচেট অডিও, হারপারকলিন্স, ম্যাকমিলান, পেঙ্গুইন র্যানডম হাউস, সাইমন অ্যান্ড শুস্টারসহ অন্যান্য প্রকাশনা সংস্থা।

পাবলিশার্স উইকলি বলছে, বিক্রয় পরিসংখ্যান প্রকাশের পাশাপাশি, এপিএ ২০২৫ সালের ভোক্তা জরিপের গুরুত্বপূর্ণ কিছু দিকও প্রকাশ করেছে। ভোক্তা জরিপ পরিচালনা করেছে এডিসন রিসার্চ। প্রায় ১ হাজার ৭০০ জন ১৮ বছর বা তার বেশি বয়সী আমেরিকানদের নিয়ে এই জরিপ চালানো হয়। জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ মানুষ কোনো না কোনো সময় অডিও বুক শুনেছেন। তবে অডিও বুকের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্বেগজনক কারণ হলো পাইরেসি বৃদ্ধি।

জরিপে দেখা গেছে, অডিও বুক শ্রোতাদের মধ্যে ৩৫ শতাংশ ইউটিউবে অডিও বুক শুনেছেন, যা ২০২৩ সালের ২৭ শতাংশ থেকে বেড়েছে। ইউটিউবে অধিকাংশ অডিও বুকই পাইরেটেড কপি এবং বিনা মূল্যে পাওয়া যায়। আর ইউটিউব ব্যবহারের পেছনে এটাই ছিল অন্যতম প্রধান কারণ। এপিএ জানিয়েছে, তারা পাইরেসি রোধে নানা সমাধান নিয়ে কাজ করছে।

জরিপে ইউটিউব ব্যবহারের আরেকটি দিক উঠে এসেছে—অ্যাক্সেসিবিলিটি বা সহজপ্রাপ্যতার গুরুত্ব দিন দিন বাড়ছে। ৭২ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ হলো, অডিও বুক তাঁদের পছন্দের প্ল্যাটফর্মে পাওয়া। ৬৩ শতাংশ মানুষ লাইব্রেরির অ্যাপের মাধ্যমে অডিও বুক শোনাকে প্রাধান্য দেন।

অন্যান্য বছরের মতোই সাধারণ কথাসাহিত্য (জেনারেল ফিকশন) আয়ের দিক থেকে শীর্ষে আছে। যার বিক্রয় ২০২৩ সালের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রোমান্স ঘরানার বইয়ের বিক্রি একলাফে ৩০ শতাংশ বেড়েছে, সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি বিক্রি বেড়েছে ২১ শতাংশ। উভয় ঘরানাতে গত বছর মুদ্রিত বইয়ের বিক্রিতেও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।

অডিও বুক বিক্রিতে প্রাপ্তবয়স্কদের সাহিত্যে বেশি ছিল। বিপরীতে শিশু-কিশোর বিভাগে তুলনামূলক কম ছিল। তবে প্রতিবেদন বলছে, গত বছরে শিশু-কিশোর ও তরুণ বিভাগে ২৬ শতাংশ বিক্রি বেড়েছে। ভবিষ্যতে অডিও বুকের জনপ্রিয়তা কেমন বাড়তে পারে, এমন ভোক্তা জরিপে বলা হয়েছে, অডিও বুক শুনতে আগ্রহী নন ব্যক্তির সংখ্যা ২০২৩ সালের ৩২ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে।

সূত্র: পাবলিশার্সউইকলি ডটকম

গ্রন্থনা: রবিউল কমল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৩ স ল র প বল শ র স গত বছর প রক শ

এছাড়াও পড়ুন:

বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                 লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:

২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২,
                                লেভেল-৫/টার্ম-২।

আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ৭ ঘণ্টা আগেকোর্স রেজিস্ট্রেশনের তারিখ—

কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন২০ সেপ্টেম্বর ২০২৫ক্লাস ও পরীক্ষার সময়

১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫:  ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস:  ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬  থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।

#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
  • ১০ বছরে উৎপাদন বেড়েছে ৪৮%
  • ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন নাটকীয়ভাবে কমছে: টাইমস/সিয়েনা জরিপ