ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক সৈনিক নিহত হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী নিহত সৈনিকের পরিচয় দিয়েছে। ১৮ বছর বয়সি এই ইসরায়েলি সেনার নাম এইতান জ্যাকস, যিনি বিরশেভা শহরের বাসিন্দা।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি অনুযায়ী, “ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এইতান জ্যাকস নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরা লিখেছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেভায় আঘাত হানে, যাতে কমপক্ষে চারজন ইসরায়েলি নিহত হন।

আরো পড়ুন:

সবকিছু শান্ত দেখতে চান ট্রাম্প

ইরান আর কখনো পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারবে না: ট্রাম্প

১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের হামলায় এখন পর্যন্ত ২৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে দেশটি দাবি করেছে। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে অন্তত ৬১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪,৭০০ জনের বেশি আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তেও উভয় দেশ হামলা, পাল্টা হামলা চালিয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা আসার পরও দুই দেশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই লঙ্ঘনের জন্য ইসরায়েলকে বেশি দোষারোপ করেছে; তবে ইরানকেও দুষেছেন তিনি। তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অবশ্য ট্রাম্প নিজে উদ্যোগী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ৩৬০ ডিগ্রি ঘুরে শান্তির উদ্যোগ নিয়েছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হান্নান সরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য এবং নড়াইল জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে খুলনা মহানগরীর একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আয়োজিত মতবিনিময় সভা শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন নড়াইল-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষনা করেন।

জানা গেছে, খেলাফত মজলিসের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড থেকে সারাদেশের সকল সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করা হলো।

মাওলানা হান্নান সরদার বলেন, “নড়াইল-লোহাগড়ার জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করব এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

ঢাকা/শরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ