‘চিন্তা করো না, ভালো আছি’ বলে পদ্মায় গোসলে গিয়ে ছেলের মৃত্যু, বাক্রুদ্ধ মা
Published: 26th, June 2025 GMT
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল মা রওশন আরার। তখনো ছেলে তাঁকে বলেছিলেন, ‘চিন্তা করো না, আমি ভালো আছি।’ এরপর বিকেলেই সেই ছেলের পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যাওয়া কিছুতেই মানতে পারছেন না মা। একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর কান্না থামছে না।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, কলেজপড়ুয়া ছেলে রিয়াজে রাব্বি তামিমের (২১) জন্য বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন রওশন আরা। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
কান্নাজড়িত কণ্ঠে রওশন আরা বলেন, ‘ছেলেকে সকালে ফোন দিয়ে কী করো, জানতে চেয়েছিলাম। তখন সে বলে, “মা, আমি সকালে নাশতা খেয়ে কলেজে এসেছি।” ওষুধ খেয়েছে কি না, জানতে চাইলে তখন সে বলে, “মা, আমি ওষুধ খেয়েছি চিন্তা করো না, আমি ভালো আছি।” এই বলে সংযোগ কেটে দেয়। এরপর আর ছেলের সঙ্গে কথা হয়নি। সে যে নদীতে যাবে, তা–ও কিছু বলে যায়নি।’
রিয়াজে রাব্বি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল বুধবার ফরিদপুর সদরের শহরতলির ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। তাঁদের একজন তামিম। অন্যজন হলেন একই বিভাগের ছাত্র আবদুল্লাহ মারুফ (২১)। মারুফের বাড়ি নোয়াখালী সদরের উত্তর শরীফপুর গ্রামে। ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা নদীর আনুমানিক ২০ ফুট নিচ থেকে ওই দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কালিয়াকৈরের মেদীআশুলাই গ্রামে বাড়ির পাশে একটি মাঠে রাব্বির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এক ভাই ও এক বোনের মধ্যে রাব্বি ছিলেন সবার ছোট। বাবা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করেন।
রিয়াজে রাব্বির ২৫ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ কারণে ২৩ জুন গাজীপুর থেকে ফরিদপুরে যান উল্লেখ করে বাবা শওকত হোসেন বলেন, ‘আমার সঙ্গে কথা কম হতো। ওর আম্মু সময় সময় খোঁজ নিত, প্রতিদিন ছেলের সঙ্গে কথা বলত। ২৫ জুন বিকেলে তামিমের এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, “আঙ্কেল তামিম তো পানিতে পড়ছিল। হাসপাতালে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো না।” এর কিছু সময় পর কলেজের এক শিক্ষক ফোন করে বলেন, “আপনি কি তামিমের আব্বু? আপনার ছেলে তো পানিতে পড়েছিল, সে তো আর নেই”।’
রিয়াজে রাব্বির বন্ধু রুমমেট মাহমুদুল হাসান বলেন, বুধবার ক্যাম্পাসে ফুটবল খেলা শেষে দুপুরে ধলা মোড়ে পদ্মা নদীতে গোসল করতে যান তাঁরা ছয় বন্ধু। গোসল শেষে সবাই তীরে উঠে আসেন। এ সময় আব্দুল্লাহ আল মারুফের জামাকাপড়ে ময়লা লাগে। পরে তিনি ওই ময়লা ধুতে আবার নদীতে থাকা ড্রেজারের পাইপের ওপর যান। এ সময় পা পিছলে নদীতে পড়ে গেলে তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন দুই বন্ধু তামিম ও আজমির হোসেন। কিন্তু অতিরিক্ত স্রোতের কারণে মারুফ ও তামিম পানিতে ডুবে যান। আজমির কোনোরকমে তীরে ওঠেন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনপদ্মায় গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল জ র
এছাড়াও পড়ুন:
নেই মেসি, হারল মায়ামি
লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে দুঃস্বপ্নের রাত কাটাল ইন্টার মায়ামি। ইনজুরিতে সেরা তারকাকে হারানো দলটি অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ গোলের বড় হারে মাঠ ছাড়ল বাংলাদেশ সময় আজ সোমবার সকালে।
ম্যাচের আগে কোচ হাভিয়ের মাশচেরানো নিশ্চিত করেছিলেন, মেক্সিকোর নিকাক্সার বিপক্ষে লিগস কাপে পাওয়া চোটের কারণে মেসি এই ম্যাচে থাকছেন না। সেই ঘটনার স্মৃতি এখনো তাজা। চেজ স্টেডিয়ামে ড্রিবলিংয়ের সময় রাউল সানচেজ ও আলেক্সিস পেনারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান মেসি। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও অস্বস্তি দূর না হওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। এরপর থেকেই মায়ামিকে খেলতে হচ্ছে তাদের গোলমুখের সবচেয়ে বড় অস্ত্র ছাড়াই।
মেসিকে ছাড়া পুমাসের বিপক্ষে জিতলেও (৩-১) অরল্যান্ডোর মাঠে সেই ধার আর টিকিয়ে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের শুরুতেই মাত্র ২ মিনিটে লুইস মুরিয়েলের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। যদিও ৩ মিনিট পরই ইয়ানিক ব্রাইটের গোল মায়ামিকে সমতায় ফেরায়। বিরতিতে ১-১ স্কোরলাইন থাকলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় মায়ামির দুঃখগাথা।
আরো পড়ুন:
ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
৫০ মিনিটে মুরিয়েল তার দ্বিতীয় গোল করে অরল্যান্ডোকে আবারও এগিয়ে দেন। এরপর ৫৮ মিনিটে মার্টিন ওজেদার দূরপাল্লার শট মায়ামির জালে জড়িয়ে যায়। শেষ মুহূর্তে, ৮৮ মিনিটে মার্কো প্যাসালিচের গোল ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে দেয় অরল্যান্ডো সিটি।
এই জয়ে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে অরল্যান্ডো। অন্যদিকে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া মায়ামি নেমে গেছে ষষ্ঠ স্থানে।
মেসি কবে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। তবে তার অনুপস্থিতি যে মায়ামির জন্য বড় ধাক্কা, অরল্যান্ডো ম্যাচই তার সবচেয়ে বড় প্রমাণ।
ঢাকা/আমিনুল