তাহসান কেন বিয়ে করলো, দরকার তো ছিল না: মন্দিরা
Published: 28th, June 2025 GMT
ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল মন্দিরা চক্রবর্তী ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এরপর আলোচনা থেকে কিছুটা সরে যান এই নায়িকা। ঈদে তার অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পায়। এই সিনেমার প্রচারণায় নতুন করে আলোচনায় আসেন মন্দিরা। সিনেমায় তার অভিনয়ও প্রশংসা পেয়েছে।
এই নায়িকা নিজে একাধিক ক্র্যাশের কথা মিডিয়াকে জানিয়েছেন। চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভকে নাকি তার ছোটবেলা থেকেই ভালো লাগে। এর মধ্যে জানা গেলো গায়ক, অভিনেতা তাহসান খানও নাকি তার ক্র্যাশ ছিলেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন তাহসান খান। এ নিয়ে আফসোসের শেষ নেই মন্দিরার।একটি ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপক মন্দিরার ক্র্যাশ সম্পর্কে জানতে চান। উত্তরে মন্দিরা বলেন, ‘‘কে যেন? ওহ তাহসান। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি। কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করলো, দরকার তো ছিল না।’’
উল্লেখ্য, মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন তাহসান খান। এর আগে ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। পরে ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন।
আরো পড়ুন:
জয়া আহসান কবে বিয়ে করবেন?
বাউল খোয়াজ মিয়া মারা গেছেন
সেই সংসার ভেঙে যায় ২০১৭ সালের ৪ অক্টোবর। এরপর বেশ কিছুদিন সিঙ্গেল ছিলেন তাহসান
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।
পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’