শেফালির মৃত্যু বিশ্বাস করতে পারছেন না নিরব
Published: 28th, June 2025 GMT
‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা না ফেরার দেশে পাড়ি জমালেন। মাত্র ৪২ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। শেফালির মৃত্যুতে শোক জানিয়েছেন চিত্রনায়ক নিরব।
নিরব ফেসবুক পেজে শেফালির সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না, শেফালি জারিওয়ালা আর নেই।”
তিনি বলেন, “ভারতে যেমন জনপ্রিয় ছিলেন, বাংলাদেশেও তার পরিচিতি কম ছিল না। ২০২১ সালে তিনি একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। সেখানেই আমাদের দেখা ও দীর্ঘ সময় কথা হয়েছিল। পর্দায় যেভাবে তাকে দেখেছি, বাস্তবে তিনি একেবারেই অন্যরকম— অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ। যতক্ষণ অনুষ্ঠান চলেছে, তাকে হাস্যোজ্জ্বল দেখেছি। আজ তার মৃত্যুর খবর শুনে বারবার সেই হাসিমাখা মুখটাই চোখে ভাসছে। ৪২ বছর বয়সে এমন বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন।”
নিরবের পোস্টে শেফালীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে। কেউ লিখছেন, “আমিও বিশ্বাস করতে পারছি না,” আবার কেউ বলছেন, “শকিং নিউজ’, “তার আত্মার শান্তি কামনা করি।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঢাকা/রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি ফুটবলার এখন ধারে এভারটনে
২০২১ সালে ক্লাব রেকর্ড ১০ কোটি (সে সময় প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি) পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জ্যাক গ্রিলিশ। তখন সিটি ও ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ হিসেবেও বিবেচনা করা হচ্ছিল তাঁকে। বিশেষ করে সিটি কোচ পেপ গার্দিওলার অধীন গ্রিলিশের সেরাটা দেখার অপেক্ষায় ছিলেন সবাই।
কিন্তু যে প্রত্যাশা নিয়ে গ্রিলিশকে সিটি কিনে এনেছিল, সেটা দীর্ঘ মেয়াদে পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই উইঙ্গার। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেকে ধারাবাহিকভাবে মেলে ধরতেও ব্যর্থ হন গ্রিলিশ। পাশাপাশি চোট ও ফিটনেস সমস্যাও যথেষ্ট ভুগিয়েছে তাঁকে।
কদিন আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ক্লাব বিশ্বকাপে সিটির স্কোয়াড থেকেও বাদ পড়েন গ্রিলিশ। আর এবার দলবদলে সিটিও ছাড়তে হচ্ছে তাঁকে। এক মৌসুমের চুক্তিতে ধারে গ্রিলিশ যোগ দিয়েছেন এভারটনে।
গ্রিলিশ অবশ্য সিটি থেকে এভারটনে গিয়ে হারিয়ে যাওয়াদের তালিকায় নাম লেখাতে চান না। নিজেকে ফিরে পেতে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গেছে, গ্রিলিশ এই গ্রীষ্মে প্রতিদিনের সকালটা শুরু করছেন তিন মিনিটের আইস বাথ নিয়ে। এরপর সন্ধ্যায় নিয়ম করে ‘সউনা’ নেন।
এভারটনে গ্রিলিশ নিয়েছেন ১৮ নম্বর জার্সি।