শেফালি মৃত্যুর ৪ দিন পরে যা বলল তাঁর বান্ধবী
Published: 1st, July 2025 GMT
মৃত্যুর পরে চলে গেছে চার দিন। এখনো ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর ময়নাতদন্ত ঘিরে রহস্যের জোট খুলছে না। যদিও সামনে এসেছে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট। এর মধ্যেই সামনে এল শেফালির বান্ধবীর বক্তব্য। শুক্রবারে রাতে হাসপাতালে নেওয়াকে কেন্দ্র করে কী কী ঘটেছিল, সেটাই গণমাধ্যমে জানিয়েছেন তিনি।
প্রয়াত অভিনেত্রীর বান্ধবীর নাম পূজা ঘাই। তাঁর সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। বিবেক ললওয়ানির সঙ্গে শুক্রবারের ঘটনা নিয়ে কথা বলেন পূজা। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানা যায়, সেই শুক্রবার রাতের ঘটনা নিয়ে কথা বললেও মৃত্যুর কারণ কী হতে পারে সেই বিষয়ে কোনো কথা বলেননি।
মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ছবি: ইনস্টাগ্রাম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।