প্রথম ইনিংসে কেন উইয়ান মুল্ডার আর একটি উইকেট পেলেন না!

দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডারের এ নিয়ে কোনো আফসোস আছে কি না, কে জানে। তবে ক্রিকেট পরিসংখ্যানবিদদের আফসোস না থেকে পারে না। মুল্ডার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে আর একটি উইকেট পেলেই তো অভূতপূর্ব এক ঘটনার সাক্ষী হতো বুলাওয়ে। প্রথমবার একই ম্যাচে দুই খেলোয়াড়কে সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নিতে দেখত টেস্ট ক্রিকেট।

যা হয়নি, তা নিয়ে আফসোস করে আর লাভ কী। তবে উইয়ান মুল্ডার ও করবিন বশ মিলে যা করেছেন, সেটিও-বা কয়বার দেখেছে ক্রিকেট! জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া মুল্ডার ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। তাঁর সতীর্থ বশ প্রথম ইনিংসে সেঞ্চুরি পর জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেট একই ম্যাচে এক দলের দুজনকে ইনিংসে কমপক্ষে ৪ উইকেট ও সেঞ্চুরি পেতে দেখল মাত্র দ্বিতীয়বার।

প্রথম ঘটনাটি ৫২ বছর আগের। ১৯৭৩ সালে পাকিস্তানের হায়দরাবাদে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট করে নিয়েছিলেন পাকিস্তানের দুই অলরাউন্ডার ইন্তিখাব আলম ও মুশতাক মোহাম্মদ। এরপর পাকিস্তানের প্রথম ইনিংসে এই মানিক-জোড় পেয়ে যান সেঞ্চুরিও। চারে নেমে মুশতাক করেছিলেন ১৫৭, সাতে নামা ইন্তিখাবের ব্যাট থেকে আসে ১৩৮ রান।

করবিন বশের আগে সর্বশেষ এক টেস্টে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট ও স ঞ চ র র প রথম ইন ৫ উইক ট ৪ উইক ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও শুরু হচ্ছে আজ।

১ম ওয়ানডে

বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ৩টা, টি স্পোর্টস

ক্লাব বিশ্বকাপ: ২য় রাউন্ড

ডর্টমুন্ড-মন্তেরেই
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

এজবাস্টন টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

উইম্বলডন

২য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

সম্পর্কিত নিবন্ধ