Samakal:
2025-11-23@12:59:15 GMT

ঢাকা কলেজে তরুণদের পাঠচক্র

Published: 3rd, July 2025 GMT

ঢাকা কলেজে তরুণদের পাঠচক্র

 

লেখার পেছনে চিন্তার প্রয়োজন।আর সে চিন্তা তৈরি হয় পাঠ আর আলোচনার ভেতর দিয়ে। ঠিক এমনই এক চিন্তার জায়গা তৈরি হয়েছিল ঢাকা কলেজে অনুষ্ঠিত এক বিশেষ পাঠচক্রে।বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার আয়োজনে প্রতিমাসের মতো জুন মাসেও এক বিশেষ পাঠচক্রের আয়োজন হয়।যেখানে একঝাঁক তরুণের সমন্বয়ে মাঠটি জ্ঞানচর্চার মুক্তমঞ্চে পরিণত হয়।উন্মুক্ততা ও বিষয়বস্তুর আলোচনার বৈচিত্র্যের কারণে পাঠচক্রটি বিশেষত্ব লাভ করেছিলো।

পাঠচক্রের সূচনা হয় সমসাময়িক বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা দিয়ে।গভীর মনোযোগ দিয়ে তুলে ধরা হয় বিভিন্ন দেশের রাজনৈতিক টানাপোড়েন, বিশেষত ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে নিজস্ব বিশ্লেষণ।বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর প্রভাব, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং তরুণদের করণীয় নিয়েও চলে প্রাণবন্ত সংলাপ।

এরপর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব।যেখানে অংশগ্রহণকারী সবাই একে অন্যকে প্রশ্ন করে, মতবিনিময় করে এবং যুক্তির মাধ্যমে নিজেদের চিন্তাভাবনা উপস্থাপন করে।এই অংশটি ছিল সবচেয়ে সক্রিয় ও শিক্ষণীয়।যেখানে কেউ কেবল শ্রোতা ছিলো না।সবাই ছিলো অংশগ্রহণকারী।

উন্মুক্ত আলোচনায় কবিতা আবৃত্তিও করা হয়।তাদের সাবলীল উপস্থাপনায় অংশগ্রহণকারীরা একটুখানি ভিন্ন স্বাদ পায়, যা পরিবেশে বিনোদনের আমেজ এনে দেয়।

কেউ কথা বলেছেন ইতিহাসভিত্তিক বই নিয়ে,কেউ আবার জীবনভিত্তিক নানা দিক নিয়ে মত প্রকাশ করেছেন।আলোচনার পরিধি যেমন বিস্তৃত ছিল, তেমনি ছিল চিন্তার গভীরতাও।এই পাঠচক্র শুধু একটি আয়োজনে সীমাবদ্ধ ছিল না বরং হয়ে উঠেছিল চিন্তা বিনিময় ও মত প্রকাশের এক উন্মুক্ত ক্ষেত্র।

 

 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঢ ক কল জ

এছাড়াও পড়ুন:

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে সংসদের সামনে মানববন্ধন

বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’। শুক্রবার বিকেল চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন বাউল–সুফি সংগঠন, সাংস্কৃতিক অঙ্গন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতা–কর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল— ‘আবুল সরকারের মুক্তি চাই’, ‘গান, জ্ঞান ও ভক্তির নিরাপত্তা চাই’, ‘মাজার দরবার রক্ষা করো’, ‘পৃথিবীটা একদিন বাউলের হবে’—এমন বক্তব্য–সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড

মানববন্ধনে বাংলাদেশ সুফি জাগরণ পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘এই দেশের বৈষম্যবিরোধী আন্দোলনে সুফি–বাউলরা সব সময় অগ্রণী ভূমিকা রেখেছেন। পরিকল্পিতভাবে শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার বলেন, ‘একদিন পৃথিবীটা বাউলের হবে। শিল্পীদের ওপর হামলা ও গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন—এটি মেনে নেওয়া হবে না।’

ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘সরকার একদিকে লালনের অনুষ্ঠান করে, অন্যদিকে বাউল-ফকিরদের ওপর নির্যাতন চালায়। ফ্যাসিবাদ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’মানববন্ধনে আহলে সুন্নত জামায়াতের সভাপতি মাওলানা নূরে আলম সাঈদ সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আবুল সরকারকে মুক্তি না দিলে দেশের সব বাউল–ফকির রাস্তায় নামবে। বাউল সমিতির সাধারণ সম্পাদক রফিক সরকার বলেন, ‘আবুল সরকার মুক্তি না পেলে ২০ লাখ বাউল–ফকির রাস্তায় নামবেন।’

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সংসদের দক্ষিণ প্লাজার সামনে থেকে শুরু হয়ে খেজুরবাগান মোড় ঘুরে আবার দক্ষিণ প্লাজায় এসে শেষ হয়। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে শিল্পীর মুক্তি এবং সব ধরনের বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি জানান।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৫ জেলার পেশাজীবীদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এসইও ও এআই সম্মেলন
  • সদ্য তরুণ থেকে সত্তরোর্ধ্ব, আলীকদমের এই আলট্রা ম্যারাথনে দৌড়াবেন সবাই
  • বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে সংসদের সামনে মানববন্ধন