শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের দক্ষ করে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক এবং জাতীয় বধির সংস্থা (বিএনএফডি) যৌথভাবে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। ২০২৫ সালের মধ্যে প্রায় ১০০ নারীকে এই কেন্দ্রে প্রশিক্ষণের আওতায় আনা হবে। সম্প্রতি ঢাকার বিজয়নগরে বিএনএফডির প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং বিএনএফডির প্রশাসক মো.

মোশাররফ হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সত্যিকারের আর্থিক অন্তর্ভুক্তি তখনই সম্ভব, যখন আমরা সমাজের সবচেয়ে উপেক্ষিত মানুষের পাশে দাঁড়াতে পারব। আমাদের এ অংশীদারিত্ব শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করবে। এতে করে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই, বাঁধনের খোলামেলা স্বীকারোক্তি

লাক্স তারকা হিসেবে পরিচিতি পাওয়া থেকে শুরু করে রুপালি পর্দা, আন্তর্জাতিক অঙ্গন—এমনকি বলিউডের বড় মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সাফল্যে ভরা এই পথটা তার জন্য খুব সহজ ছিল না। পেশাগত উত্থান-পতনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাকে একাই লড়াই করতে হয়েছে। জীবনে এসেছেন অনেক মানুষ—কেউ তাকে এগিয়ে দিয়েছেন, কেউ আবার মানসিক আঘাতও দিয়েছেন। 

বিচ্ছেদের পর মিরপুরে মা–বাবার সঙ্গে সন্তানকে নিয়ে থাকেন বাঁধন। বিয়ে নিয়ে পরিবার কোনো চাপ দেয় না; পুরো সিদ্ধান্তই তার নিজের হাতে। এই প্রসঙ্গে বাঁধন বলেন, “বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখনো জানি না কীভাবে হবে। কারণ বিয়ে নিয়ে আমার এখনো ট্রমা আছে—বিয়েটা আমার জন্য কতটা সুখকর হবে সেটা বলা কঠিন।” 

আরো পড়ুন:

থমকে গেল গায়ক পলাশ ও ক্রিকেটার স্মৃতির বিয়ের সানাই

আমার বুকটা আবার খালি হলো: শোকগ্রস্ত ওমর সানী

ব্যক্তিগত জীবনে বাঁধন এখন বেশ শান্ত, স্বস্তিতে আছেন। সম্প্রতি প্রেমে পড়েছেন—এমন গুঞ্জনও ছড়িয়েছে চারদিকে। বিষয়টি স্বীকার করেই বাঁধন বলেন, “প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগির বিষয়টি প্রকাশ্যে আনব। আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন আর আমার সন্তানকে নিয়ে সবই খুব সুন্দর চলছে। পরিবার–পরিজন, মা-বাবা, ভাইদের সঙ্গে সম্পর্ক খুব ভালো—এটা আমি উপভোগ করছি।” 

পেশাগত দিক থেকেও নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন বাঁধন। শরীরচর্চা ও আত্মনিয়োগের মাধ্যমে ৭৮ কেজি থেকে ওজন কমিয়ে এখন ৬১ কেজিতে নামিয়েছেন। এ অভিনেত্রী জানান, খুব শিগগির আবার নতুন কাজে ব্যস্ত হয়ে পড়বেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ