যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার প্রস্তুতির কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আজ রোববার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে লাভরভ বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য কোনো সমঝোতায় নিজেদের প্রধান শর্তগুলো নিয়ে রাশিয়া কোনো আপস করবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে এই যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করছেন। কিন্তু তাঁর প্রচেষ্টায় এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই। এ পরিস্থিতিতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত একটি বৈঠক গত মাসে হঠাৎ করেই স্থগিত করেন ট্রাম্প।

এই বৈঠকের কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপ করেন লাভরভ। এই আলাপের পরপরই ওয়াশিংটন বুদাপেস্টে ট্রাম্প-পুতিনের বৈঠক স্থগিতের ঘোষণা দেয়। এরপর গত বুধবার ক্রেমলিনে অনুষ্ঠিত রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে লাভরভকে দেখা যায়নি। বৈঠকে সভাপতিত্ব করেন পুতিন।

গুরুত্বপূর্ণ ওই বৈঠকে লাভরভের অনুপস্থিতি নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে গুঞ্জন শুরু হয়। বলা হয়, পুতিন হয়তো লাভরভকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। কারণ, তিনি বুদাপেস্টে ট্রাম্প-পুতিনের বৈঠক আয়োজনে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া কয়েক দিন লাভরভকে তেমন প্রকাশ্যে দেখা যায়নি।

তবে গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পশ্চিমা সংবাদমাধ্যমের এসব গুঞ্জন সঠিক নয় দাবি করে বলেন, লাভরভ নিজ পদে বহাল আছেন। এমন একটা প্রেক্ষাপটে রোববার আরআইএ নভোস্তিকে সাক্ষাৎকার দেন লাভরভ।

‘সরাসরি বৈঠকে প্রস্তুত’

এই সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি নিয়মিত যোগাযোগ রাখার প্রয়োজনীয়তা বুঝি।’ ২০০৪ সাল থেকে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকারী এই ঝানু রুশ কূটনীতিক বলেন, ‘সরাসরি বৈঠক ইউক্রেন ও দ্বিপক্ষীয় বিষয় এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা টেলিফোনে যোগাযোগ রাখি এবং প্রয়োজন হলে আমি তাঁর সঙ্গে সরাসরি বৈঠক করতেও প্রস্তুত।’

প্রায় চার বছর আগে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর এখন পর্যন্ত রুশ সেনারা ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ ভূখণ্ড দখলে নিয়েছেন। মস্কোর দাবি, এসব ভূখণ্ড বৈধভাবে রাশিয়ার হয়ে গেছে। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা বারবার বলে আসছেন, তারা মস্কোর এই দাবি কখনো আনুষ্ঠানিকভাবে মেনে নেবে না।

গত বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে লাভরভ অনুপস্থিত ছিলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পরর ষ ট রমন ত র প রস ত ত ইউক র ন ন ল ভরভ

এছাড়াও পড়ুন:

লাইনচ্যুত বগি রেখে চলে গেল ট্রেন, ১১ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী লেনে একটি লাইনচ্যুত বগিসহ মোট তিনটি বগি রেখে চলে গেছে একটি মালবাহী ট্রেন। এই দুর্ঘটনার ১১ ঘণ্টা পর বগি তিনটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড রেলস্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে শেখপাড়া এলাকায়। এতে ট্রেন চলাচলে বিঘ্ন না ঘটলেও গন্তব্যে পৌঁছাতে কিছুটা দেরি হতে পারে বলে জানায় রেলওয়ে সূত্র।

গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত বগিটিকে অন্তত ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ফলে বগিটি ছাড়াও রেলের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলসূত্র জানিয়েছে, ঘটনার খবর পেয়ে আজ শনিবার সকালে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারীরা। এরপর ঘটনার ১১ ঘণ্টা পর বেলা দুইটার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চলাচলকারী ট্রেনগুলো ডাউন লাইন (চট্টগ্রামমুখী লেন) দিয়ে চলাচল করেছে। এতে গন্তব্যে কিছুটা দেরিতে পৌঁছেছে ট্রেনগুলো। দুর্ঘটনাকবলিত তিনটি বগিতে গার্মেন্টস পণ্য ও জুতা রয়েছে।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিক প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে ঢাকামুখী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে শেখপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে দুর্ঘটনাকবলিত বগিটির একপাশের চাকা রেললাইনের বাইরে অপর পাশের চাকা দুই রেললাইনের মাঝে ছিল। এতে সামনের দিকের আরও দুটি বগি আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত তিনটি বগি রেখে ট্রেনটি পরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করে। আজ বেলা দুইটার দিকে লাইনচ্যুত বগিটি রেললাইনের ওপরে তুলতে সক্ষম হয়।

রেলওয়ে পূর্বঞ্চলের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার পর অন্তত ১০০ মিটার টেনে নিয়ে যায় ইঞ্জিন। ফলে রেলের চাকার সঙ্গে সিমেন্টের স্লিপার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বগিটিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, রেলওয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এসে বগিটি উদ্ধার করে লাইনের ওপর তোলেন। যে সব স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে তুলে তাৎক্ষণিক কাঠের স্লিপার দিয়ে রেললাইন সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

দুর্ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা যাচাই করা হচ্ছে বলে জানান রেলওয়ের প্রকৌশলী আতিকুর রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বগিটিকে ওয়ার্কশপে নেওয়া হবে। ঢাকামুখী রেললাইন ঠিক করার পর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এরপর ওই পথ দিয়ে ট্রেন চালানো হবে। ততক্ষণ সময় পর্যন্ত চট্টগ্রামমুখী লাইন দিয়ে উভয় দিকে রেল চলাচল করবে। এতে যাত্রাপথে চলাচলকারী ট্রেনগুলোর কিছুটা সময় বিলম্ব হচ্ছে। তবে ট্রেন চলাচল বন্ধ নেই।

সম্পর্কিত নিবন্ধ

  • আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
  • ‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন
  • গলায় ছুরিকাঘাত নিয়ে তিন কিলোমিটার পথ পাড়ি দেন অটোরিকশাচালক, পরে মৃত্যু
  • কাটা গলা নিয়ে রিকশাচালিয়ে ৩ কিলোমিটার, হাসপাতালে মৃত্যু
  • শরীয়তপুরে জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণার ২০ মিনিট পরই সদস্যসচিবের পদত্যাগ
  • ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের কাছে সিরিজ হারল দ. আফ্রিকা
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের অনুপস্থিতি কিসের ইঙ্গিত দিচ্ছে
  • ‘দয়া করে কেউ নিয়ে যাবেন’ লিখে রেখে যাওয়া নবজাতকের অভিভাবক হতে কয়েক শ ফোনকল
  • লাইনচ্যুত বগি রেখে চলে গেল ট্রেন, ১১ ঘণ্টা পর উদ্ধার