গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
Published: 22nd, July 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের দুই স্কুলপড়ুয়া কন্যা আহত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (২৮) গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমজীবী। তার আহত দুই কন্যা— মাহি আক্তার (১২) ও মনিয়া আক্তার (৯) মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের শিক্ষার্থী। মাহি অষ্টম এবং মনিয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৩০
কালিয়াকৈর-মাওনা সড়ক যেন মৃত্যুফাঁদ
দুর্ঘটনার বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়েকে মোটরসাইকেলযোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কে উল্টো পথে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন এবং শিশু দুই মেয়ে গুরুতর আহত হয়।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ কাভার্ডভ্যানটি চালকসহ আটক করে থানায় নিয়ে যায়। আটক চালক রমজান আলী (৩০) শ্রীপুরের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান থানায় হেফাজতে রাখা হয়েছে।
নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ওসি।
ঢাকা/রফিক/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।