গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
Published: 22nd, July 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের দুই স্কুলপড়ুয়া কন্যা আহত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (২৮) গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমজীবী। তার আহত দুই কন্যা— মাহি আক্তার (১২) ও মনিয়া আক্তার (৯) মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের শিক্ষার্থী। মাহি অষ্টম এবং মনিয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৩০
কালিয়াকৈর-মাওনা সড়ক যেন মৃত্যুফাঁদ
দুর্ঘটনার বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়েকে মোটরসাইকেলযোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কে উল্টো পথে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন এবং শিশু দুই মেয়ে গুরুতর আহত হয়।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ কাভার্ডভ্যানটি চালকসহ আটক করে থানায় নিয়ে যায়। আটক চালক রমজান আলী (৩০) শ্রীপুরের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান থানায় হেফাজতে রাখা হয়েছে।
নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ওসি।
ঢাকা/রফিক/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। তার পরবর্তী সিনেমা ‘ঢাকসা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন ৪৭ বছরের এই অভিনেত্রী। কয়েক দিন আগে গ্রেট অন্ধ্রকে সাক্ষাৎকার দেন লক্ষ্মী। এ আলাপচারিতার পোশাক নিয়ে প্রশ্ন করায় লক্ষ্মী বলেন— “আপনার এত সাহস হয় কী করে!”
মুম্বাইয়ে যাওয়ার ফলে কি আপনার পোশাকের স্টাইলে কোনো প্রভাব পড়েছে? এ প্রশ্নের জবাবে লক্ষ্মী বলেন, “আমি আমেরিকাতে থেকেছি। সেখান থেকে হায়দরাবাদে, এখন মুম্বাইয়ে আছি। আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে এইভাবে উপস্থাপন করার জন্য। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাসী করেছে, যা আমাকে আমার মতো পোশাক পরতে উৎসাহ দেয়।”
এরপর সাংবাদিক সরাসরি লক্ষ্মীর পোশাক নিয়ে প্রশ্ন করেন, জবাবে এই অভিনেত্রী বলেন, “আপনি কি একজন পুরুষকে একই প্রশ্ন করতেন? আপনার এত সাহস হয় কী করে! আপনি কি মহেশ বাবুকে বলতেন—‘আপনার তো এখন ৫০ বছর বয়স, তাহলে আপনি কেন জামা খুলে ছবি তুলছেন?’ তাহলে একজন নারীকে কেন এই প্রশ্ন? মানুষ আপনার এই প্রশ্ন থেকে কী শিখবে? একজন সাংবাদিক হিসেবে আপনার দায়িত্বশীল হওয়া উচিত।”
পরে সাংবাদিক স্বীকার করেন যে, এই ধরনের প্রশ্ন একজন অভিনেতাকে করতেন না। প্রশ্নটি করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিক জানান, তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে, যার কারণে এই প্রশ্ন সামনে নিয়ে আসা।
লক্ষ্মী মাঞ্চুর অন্য পরিচয় তিনি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবুর কন্যা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।
তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
ঢাকা/শান্ত