বছরে জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতি ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার
Published: 26th, July 2025 GMT
প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল ক্ষতির সবচেয়ে বড় বোঝা বইতে হচ্ছে গ্লোবাল সাউথ বা দক্ষিণাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে, যাদের অভিযোজন সক্ষমতা অত্যন্ত সীমিত।
এই বাস্তবতাকে সামনে রেখেই ঢাকার সাভারে শুরু হয়েছে অষ্টম ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) ২০২৫। ‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (২৫ জুলাই) ব্র্যাক সিডিএম-এ শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন দেশি-বিদেশি ২০০ জনেরও বেশি গবেষক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারক।
গতকাল শুরু হওয়া দুইদিনব্যাপী এই সম্মেলন শনিবার (২৬ জুলাই) শেষ হবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং অনলাইনে যুক্ত হয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর মহাসচিব ও মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।
তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষা করছে না। এই কাঠামো জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও সহায়ক নয়। উন্নয়নশীল দেশগুলো পরিবেশবান্ধব জ্বালানি ও টেকসই অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতে পারছে না, কারণ ঋণগ্রহণ এখনও তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল। অভিযোজনের প্রয়োজনীয়তার তুলনায় অর্থায়ন অত্যন্ত সীমিত।”
এ সময় অর্থবহ পরিবর্তনের জন্য যুক্তিসঙ্গত সুলভ অর্থায়নের সুযোগকে একটি জরুরি বৈশ্বিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, “বর্তমানে প্রতি বছর জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বিশ্বের এই প্রান্তের মানুষগুলোর ওপর, যাদের পক্ষে এ ধরনের ক্ষতি সামাল দেওয়া খুবই কঠিন।”
তিনি বলেন, “জলবায়ু অভিযোজন নিয়ে আলোচনাগুলো যেন শুধু আমাদের টিকে থাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবিকা, মানুষের মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকেও অন্তর্ভুক্ত করে।”
আসিফ সালেহ্ বলেন, “জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়; দীর্ঘতর তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং তীব্র বন্যা ও খরার কারণে আগামী ২৫ বছরের মধ্যে খাদ্যব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের এই প্রন্তজুড়েই এটি ঘটতে পারে। এসব বিবেচনায় রেখেই এবারের ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’।”
সম্মেলনের প্রথম দিনে ব্র্যাক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় একাধিক সেশন, যার মধ্যে ছিল ‘ট্রান্সফরমেশনাল অ্যাডাপটেশন ইন এগ্রিকালচার’, ‘নেভিগেটিং আনসার্টেনটি থ্রু ক্লাইমেট ইনফরমেশন সার্ভিসেস’, ‘ইউজ কেইসেস ফর গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি’, ‘ফার্মিং ফর দ্য ফিউচার’ এবং ‘নেচার বেইজড সল্যুশনস’। এসব সেশনে স্থানীয় উদ্ভাবন, প্রকৃতিভিত্তিক সমাধান, জলবায়ু তথ্য, আর্থিক অন্তর্ভুক্তি ও বাজার সংযোগসহ বাস্তবভিত্তিক সমাধান নিয়ে আলোচনা হয়।
ব্র্যাকের ‘ফ্রুগাল ইনোভেশন ফেলোদের’ উদ্ভাবনও ফোরামে বিশেষভাবে তুলে ধরা হয়। কেনিয়ার এসথার কিমানি, রুয়ান্ডার ঘিসলেইন ইরাকোজে এবং বাংলাদেশের মুবাসসির তাহমিদের উদ্ভাবনগুলো দেখিয়েছে কীভাবে সীমিত সম্পদ দিয়ে জলবায়ু সহনশীলতা অর্জন সম্ভব।
এছাড়া, ফোরামে ব্র্যাক, উইগ্রো, ইনসোরকাউ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, আইফার্মারসহ বিভিন্ন প্রতিষ্ঠান জলবায়ু সহনশীল কৃষিভিত্তিক উদ্ভাবনের প্রদর্শনী উপস্থাপন করে। এতে তুলে ধরা হয় কীভাবে প্রযুক্তি ও উদ্ভাবন প্রান্তিক কৃষকদের অনিশ্চিত আবহাওয়া, ফসলের ক্ষয়ক্ষতি ও উৎপাদন হ্রাস মোকাবিলায় সহায়তা করছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সমাপনী ভাষণ দেবেন ব্র্যাকের চেয়ারপারসন ড.
২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) গ্লোবাল সাউথ ভিত্তিক উদ্ভাবন ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম হিসেবে কাজ করছে।
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য জলব য় জলব য
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন