রামুতে অস্ত্রসহ শাহীন বাহিনীর ‘ম্যানেজার’ গ্রেপ্তার
Published: 29th, July 2025 GMT
কক্সবাজারের রামুর গর্জনিয়া থেকে পাঁচটি অস্ত্রসহ নুরুল আবছার (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার নুরুল আবছার সীমান্তে মাদক ও গরু চোরাচালান চক্রের প্রধান শাহীন বাহিনীর অন্যতম সহযোগী বলে বিজিবি জানিয়েছে। তিনি শাহীন বাহিনীর ‘ম্যানেজার’ হিসেবে পরিচিত।
আজ মঙ্গলবার ভোরে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নুরুল আবছার বোমাংখিল গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। অভিযানের সময় দেশে তৈরি ৪টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি, ৬টি খালি গুলির খোসা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন বলেন, মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছার গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি ডাকাত শাহীনের চোরাই গরু সংরক্ষণ ও বিক্রির বিষয়টি তদারকি করেন বলে ‘ম্যানেজার’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
দুপুরে গ্রেপ্তার নুরুল আবছারকে জব্দ অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আবছারের বিরুদ্ধে আগে থেকে মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিজিবির কর্মকর্তা বলেন, ২১ জুলাই মিয়ানমার থেকে পাচারের সময় নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে নুরুল আবছারের ৯ হাজার ৬৬০টি ইয়াবার চালান জব্দ করেছিল। অভিযানের সময় আবসার পালিয়ে যেতে সক্ষম হন। ওই দিন নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা মামলায় নুরুল আবছারকে আসামি করা হয়। এর আগে ২০২৪ সালের ১৪ মার্চ রামুর গর্জনিয়ায় শাহীন ডাকাত বাহিনীর গুলিতে খুন হন স্থানীয় আবু তালেব নামের এক ব্যক্তি। এ ঘটনায়ও নুরুল আবছার জড়িত ছিলেন।
পুলিশ জানায়, গত ৫ জুন সকালে গর্জনিয়া ইউনিয়ন চোরাচালান চক্রের প্রধান এবং রামুর গর্জনিয়ার যুবলীগ নেতা শাহীনুর রহমান ওরফে ‘শাহীন ডাকাতকে’ (৩২) গ্রেপ্তার করে পুলিশ । এ সময় একটি এ কে ২২ রাইফেল, তিনটি একনলা বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১০টি ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শাহীনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২০টি মামলা রয়েছে। তাঁর নামে গঠিত শাহীন বাহিনীর প্রায় ৪০-৪৫ জন সদস্য রয়েছে, যাঁদের কাছে রয়েছে ভারী অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ টাকা। বর্তমানে শাহীন কারাগারে রয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ল আবছ র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট