ফুটবলার তুলে আনার সূতিকাগার পাইওনিয়ার লিগ। যেখান থেকে উঠে এসেছিলেন মোনেম মুন্না, আরমান মিয়া, জুয়েল রানার মতো তারকারা। কিন্তু গত দুই বছর হয়নি এই লিগ। এবার বছরের অর্ধেকটা সময় পেরোনোর পরও সূচি চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুন৮ গোলের থ্রিলার শেষে ব্রাজিলের টানা ৫ম কোপা আমেরিকা জয়০৩ আগস্ট ২০২৫

বাফুফে নির্বাচনের ১৪ দিন পর গত ৯ নভেম্বর সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। এক বছরের জন্য পাইওনিয়ার লিগের চেয়ারম্যান হন টিপু সুলতান। দায়িত্ব বুঝে নেওয়ার প্রায় ৯ মাস পেরিয়েও পাইওনিয়ার লিগ শুরু করা নিয়ে আজ পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি, ‘আমরা অক্টোবরের শেষ দিকে একটা সময় দিয়েছি, যদিও সেটা চূড়ান্ত নয়। এখনো তো দুই মাসের বেশি সময় আছে, সূচি ঠিক হয়ে যাবে।’

যদিও তিন মাস পরই টিপু সুলতানের পাইওনিয়ার লিগের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। এরপর কী হবে, সেটা জানেন না তিনিও।

বাফুফে ভবন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ইওন য় র ল গ

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৩০ বছরে সর্বোচ্চ ভোটার উপস্থিতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।

গতকাল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। শেষ হওয়ার কথা রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)। এর পরপরই শুরু হওয়ার কথা ভোট গণনা।

শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। তার প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে।

আরও পড়ুননিউইয়র্ক ছাড়িয়ে জাতীয় মুখ মামদানি০৩ নভেম্বর ২০২৫

এদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ভোট দিতে যান স্থানীয় সময় সকাল ১০টার দিকে।
মেয়র নির্বাচন ঘিরে জনমত জরিপগুলোয় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বরাবরই বড় ব্যবধানে এগিয়ে ছিলেন মামদানি। গত বৃহস্পতিবারের এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিলের জরিপ অনুযায়ী, মামদানি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কুমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে ছিলেন। জরিপে রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে মামদানি এগিয়ে ছিলেন প্রায় ২৯ পয়েন্টে।

আরও পড়ুনজোহরান মামদানির কতটা বিরোধী, কুমোকে সমর্থন দিয়ে সেটি বুঝিয়ে দিলেন ট্রাম্প১৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ