বহু ঐতিহ্যের সাক্ষী লাওসের ভিয়েনতিয়েন। হাজার বছরের পুরোনো এই শহর পর্যটকদেরও দারুণ পছন্দ। পশ্চিমে মেকং নদী, দক্ষিণে পনেরো শতকে নির্মিত বৌদ্ধমন্দির ‘থাট ফাউন স্তূপ’। কেবল ধর্মীয় ঐতিহ্য নয়, অসংখ্য স্থাপত্য আর শিল্পসংস্কৃতিরও ধারক এই শহর। সেখানকার নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে নতুন এক ইতিহাস সামনে রেখে আজ মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

মাসখানেক আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার ছোটদের পালা। ২ আগস্ট লাওসে গিয়ে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। ২৩ সদস্যের দলের সবাই সুস্থ আছেন, নেই কোনো চোটের সমস্যা। বর্তমানে সেখানকার আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতোই।

আরও পড়ুনকাবরেরার সমালোচনায় এবার বাফুফের আরেক সদস্য০৪ আগস্ট ২০২৫

‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই রচিত হবে আরেক ইতিহাস। দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ।

সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ। লাওসের উদ্দেশে ঢাকা ছাড়ার আগেও এশিয়ান কাপের টিকিট কাটার কথা বলেছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার। কালও সেই কথাই আত্মবিশ্বাস নিয়ে বললেন, ‘আমরা এখানে এসেছি এএফসি কাপে কোয়ালিফাই করার জন্য। সর্বোচ্চ চেষ্টা করব যেন প্রতিটি ম্যাচ ভালো খেলতে পারি।’

কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৩০ বছরে সর্বোচ্চ ভোটার উপস্থিতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।

গতকাল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। শেষ হওয়ার কথা রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)। এর পরপরই শুরু হওয়ার কথা ভোট গণনা।

শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। তার প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে।

আরও পড়ুননিউইয়র্ক ছাড়িয়ে জাতীয় মুখ মামদানি০৩ নভেম্বর ২০২৫

এদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ভোট দিতে যান স্থানীয় সময় সকাল ১০টার দিকে।
মেয়র নির্বাচন ঘিরে জনমত জরিপগুলোয় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বরাবরই বড় ব্যবধানে এগিয়ে ছিলেন মামদানি। গত বৃহস্পতিবারের এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিলের জরিপ অনুযায়ী, মামদানি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কুমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে ছিলেন। জরিপে রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে মামদানি এগিয়ে ছিলেন প্রায় ২৯ পয়েন্টে।

আরও পড়ুনজোহরান মামদানির কতটা বিরোধী, কুমোকে সমর্থন দিয়ে সেটি বুঝিয়ে দিলেন ট্রাম্প১৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ