চোখের সামনে মায়ের বন্দুকের গুলিতে বাবাকে খুন হতে দেখেছেন এই অভিনেত্রী
Published: 7th, August 2025 GMT
অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন এর আজ ৫০তম জন্মবার্ষিকী। তাঁর ইচ্ছা ছিল নাচ নিয়ে ক্যারিয়ার গড়ার। পরে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও অভিনয়ে নিজেকে খুঁজে পান। দক্ষিণ আফ্রিকা থেকে ইতালি ঘুরে যুক্তরাষ্ট্রে থিতু হন। কেমন ছিল অভিনয়ের পথের সংগ্রামের গল্প, সেগুলোই আইএমডিবি থেকে তুলে ধরা হয়েছে।
থেরনের শৈশব কাটে দক্ষিণ আফ্রিকায়। মাত্র ১৩ বছর বয়সে থেরনকে পাঠিয়ে দেওয়া হয় বোর্ডিং স্কুলে। সেখানেই তাঁর প্রথম শিল্পচর্চার প্রতি ভালোবাসা জন্মে। চেয়েছিলেন নাচ নিয়ে থাকতে। পরে মডেলিং শুরু করে বেশ কিছু বিজ্ঞাপনে ডাক পান। থেরন তখনো মডেলিং, নাকি অভিনয়—এ নিয়ে দোটানায় ছিলেন।
মডেলিং প্রতিযোগিতায় ইউরোপ
থেরন প্রথম মডেলিংয়ের কাজে ইউরোপে আসেন। ইতালির একটি প্রতিযোগিতায় নাম লেখান। পরে এক বছর মাকে নিয়ে ঘুরতে থাকেন ইউরোপের বিভিন্ন শহরে। সেখান থেকে চলে আসেন নিউইয়র্কে। সেখানে ব্যালে নৃত্যশিল্পী হিসেবে নাম লেখান। শার্লিজ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তিন দিনের মডেলিংয়ের কাজে যুক্তরাষ্ট্রে এসেছিলাম। সেখানে এসে বন্ধুর বাসায় পুরো একটি শীত কাটিয়ে দিই। যে বাসায় থাকতাম, সেখানে কোনো জানালা ছিল না। কিন্তু আমি ব্যালে নৃত্য শিখতে আগ্রহী হয়েছিলাম। যে কারণে ধৈর্য ধরেছি। পরে যখন হাঁটুতে চোট পেলাম, তখন মনে হলো আমাকে দিয়ে এই নৃত্য হবে না। এদিকে মা বলছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে চান। আমার নিজের সিদ্ধান্ত আমার ওপরই চাপিয়ে দেন। কী করব তখন, সব মিলিয়ে আমি ডিপ্রেশনে পড়ে যাই।’
শার্লিজ থেরন। ছবি: এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।
আরো পড়ুন: সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর ড্রাইভারের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ
আরো পড়ুন:
রেলের সাবেক ডিজি তৌহিদুলসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সম্পদের পাহাড়: বিমানের পরিচালক মোমিনুলের দুর্নীতির খোঁজে দুদক
দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলাম এ আদেশ দেন। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে...
ঢাকা/রেজাউল/মাসুদ