‘সব ভুলে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে’
Published: 9th, August 2025 GMT
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘‘অতীতে যা হয়েছে, সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’’
শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদের এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।’’
আরো পড়ুন:
নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব: তারেক রহমান
চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিল বিএনপি
মোহাম্মদ শাহজাহান বলেন, ‘‘সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সঙ্গে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না।’’
তিনি আরো বলেন, ‘‘জুলাই-আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই একতার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে তাড়াতে হবে। এমপি, মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগণ। যারা সত্যিকারের মানুষ, তারা নিজের স্বার্থ নয়; দেশকে ভালোবাসে। আমি দলের দুঃসময়ে ছিলাম, এখনো আছি।’’
সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।’’
সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান, আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি পলাশ, জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস হারুন প্রমুখ।
ঢাকা/সুজন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত র ক রহম ন ত র ক রহম ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি: শামীম হায়দার পাটোয়ারী
অতীতে যারা দল ভেঙেছেন, মূল স্রোতের বাইরে গিয়ে দলের ক্ষতি করার চেষ্টা করেছেন তারাই নিশ্চিহ্ন হয়েছেন মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নেতাকর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন। তার নেতৃত্বে জাতীয় পার্টি সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘‘আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ রয়েছি। জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা।’’
দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা চলছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘‘দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবীদদের দূরে রাখা হচ্ছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। দেশের ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখন্ডতা ঝুঁকির মধ্যে পড়েছে। জাতীয় পার্টি খোলনলচে বদলে দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।’’
এ সময় তরুণ, যুবক ও ছাত্রদের দেশ চালাতে জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।
‘‘দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুদূর পরাহত মনে হচ্ছে। সব দলের সাথে আলোচনা করে দেশ বাঁচাতে হবে। ঐক্যমত সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা ও সদিচ্ছা দেখাতে হবে,’’ বলেন শামীম পাটোয়ারী।
সভায় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, ইঞ্জিঃ ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিললুর রহমান খলিল বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, এ্যাড. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, যুগ্ম সাংগঠনিক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, শেখ মোঃ সরোয়ার হোসেন, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ জুবায়ের আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, মোঃ সামছুল হক, মোঃ ফারুক সুজন, জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম।
জতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মোড়ল জিয়াউর রহমানের সঞ্চালনায় তরুণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, এনামুল হক তালুকদার, মইনুদ্দিন মন্ডল খোকা, মোঃ শেখ কামাল উদ্দিন, মোঃ বোরহান, সুলতান আহমেদ, শ্রী শ্রী উৎপল সাহা, নূর মোহাম্মদ, মোঃ কাউসার আহমেদ, মাহবুবুল আলম তালুকদার, জহিরুল ইসলাম, মোঃ বদিউর রহমান, মনিরুজ্জামান হিরা, জাকির হোসেন রাজু, শাহীন হোসেন বুলেট, শেখ মোস্তফা, মোঃ সানোয়ার, মোঃ সোহেব মুন্সি, মোঃ বুলবুল খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ বিপ্লব আলম, মোঃ বেলাল হোসেন, শেখ মোস্তফা, আ.স.ম হাসান খান, মোঃ রাজ্জাক চৌধুরী, মোঃ মিরাজ হোসেন, আব্দুল হালিম হাওলাদার, মোঃ আমির হোসেন, আজিজুর রহমান শোভন প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন//