‘গত এক বছরে কেউ আমাকে ডাকেনি’, ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনার আক্ষেপ
Published: 10th, August 2025 GMT
ক্যানসার জয় করে কাজে ফিরেছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। এক বছর পর নতুন সেলিব্রিটি শো নিয়ে ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। তবে কাজে ফিরলেও অভিনেত্রী অনুভব করছেন, ইন্ডাস্ট্রির মানুষেরা এখনো তাঁর সঙ্গে কাজ করতে দ্বিধায় আছেন।
অসুস্থতার কারণে গত এক বছরে হিনার অনেক কাজ আটকে যায়। অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি সেসব কাজ করতে তৈরি আছেন। তবে কেউ সরাসরি না বললেও হিনার মনে হয়েছে, অনেকেই এখনো সন্দিহান, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কি না।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংস্কার: বাস্তবায়নের পথ খুঁজতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমি
জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রবিবার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
আরো পড়ুন:
আওয়ামী লীগ বাইরে কী করছে মনিটরিং করা হচ্ছে: প্রেস সচিব
ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেশে টিকতে পারবে না: মৎস্য উপদেষ্টা
সভায় ঐকমত্য কমিশনের হয়ে অংশ নেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।
এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা/আসাদ/সাইফ