‘গত এক বছরে কেউ আমাকে ডাকেনি’, ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনার আক্ষেপ
Published: 10th, August 2025 GMT
ক্যানসার জয় করে কাজে ফিরেছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। এক বছর পর নতুন সেলিব্রিটি শো নিয়ে ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। তবে কাজে ফিরলেও অভিনেত্রী অনুভব করছেন, ইন্ডাস্ট্রির মানুষেরা এখনো তাঁর সঙ্গে কাজ করতে দ্বিধায় আছেন।
অসুস্থতার কারণে গত এক বছরে হিনার অনেক কাজ আটকে যায়। অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি সেসব কাজ করতে তৈরি আছেন। তবে কেউ সরাসরি না বললেও হিনার মনে হয়েছে, অনেকেই এখনো সন্দিহান, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কি না।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৯ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি
১৫ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে ৯ জেলার বর্তমান ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। সেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য ৭ জন বেশ কিছুদিন আগেই যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।
গতকাল শনিবার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনটি পৃথক প্রজ্ঞাপনে ৯ জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়।
আরও পড়ুনঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি৬ ঘণ্টা আগেএর মধ্যে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৭ জন ডিসির মধ্যে হবিগঞ্জের ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ এবং ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুননির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি, বাছাই হচ্ছে ‘ফিট লিস্ট’ ০৫ জুলাই ২০২৫এ ছাড়া গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব পদে এবং গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন৬ জেলায় নতুন ডিসি, নির্বাচন সামনে রেখে আরও পরিবর্তন আসবে২৫ আগস্ট ২০২৫