পাগলা বাজার সমিতির নির্বাচন ১৫ আগস্ট
Published: 12th, August 2025 GMT
ফতুল্লা পাগলা বাজার সমিতির নির্বাচন আগামী ১৫ আগস্ট শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জানাগেছে, এবারের নির্বাচনে প্রায় ২৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহাম্মাদ মাজহারুল ইসলাম মিঠুন ও জাহাঙ্গীর আলম। সম্পাদক পদে লড়ছেন মাহাবুবুর রহমান বাচ্চু ও নজরুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা তরুণ ব্যবসায়ী নেতা মুহাম্মাদ ইউসুফ।
এদিকে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে তরুণ ব্যবসায়ী নেতা মুহাম্মাদ ইউসুফ সমর্থক নিয়ে বাজার এলাকায় শোডাউন করেন। মিছিল শেষে তিনি দপ্তর সম্পাদক পদে সিলিং ফ্যান মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ধসে পড়া অর্থনীতি প্রবাসীদের রেমিট্যান্সে পুনরুদ্ধার হয়েছে: প্রধান উপদেষ্টা
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে মাত্র এক বছরের ব্যবধানে দেশের অর্থনীতি শক্ত অবস্থানে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “স্বৈরশাসনের সময় ব্যাংক খালি করে পুরো আর্থিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু প্রবাসীদের অবিরাম শ্রম ও রেমিট্যান্স দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।”
আরো পড়ুন:
অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া
কুয়ালালামপুরে অধ্যাপক ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক আজ
তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার এখন নিশ্চিত করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
রেমিট্যান্স প্রেরণ ও প্রবাসীদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “দেশের অর্থনীতি টিকিয়ে রাখার পেছনে তাদের ভূমিকা অপরিসীম।”
অধ্যাপক ইউনূস বলেন, “মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের যারা বৈধ কাগজপত্র ছাড়া অনিয়মিত হয়ে পড়েছেন, তাদের সমস্যা সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করবে।”
তিনি অভিবাসন প্রত্যাশীদের উদ্দেশে বলেন, “বিদেশে আসার আগে বৈধ কাগজপত্র প্রস্তুত রেখে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি, যাতে বিদেশে এসে কোনো ধরনের জটিলতা বা হয়রানির সম্মুখীন না হতে হয়।”
মালয়েশিয়ার ব্যবসায়ী ও কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা জানান, দেশটির ব্যবসায়ী মহলের কাছ থেকে বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। এই বিনিয়োগ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান।
আলোচনায় আরো অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার কুয়ালালামপুরে পৌঁছান অধ্যাপক ইউনূস।
ঢাকা/হাসান/সাইফ