Risingbd:
2025-10-03@03:56:16 GMT

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত 

Published: 17th, August 2025 GMT

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত 

ঢাকার লালবাগে গণপিটুনিতে মোহাম্মদ তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে যুবক নিহত হয়েছেন। 

রবিবার(১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য এবং থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিমপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল নেসার জানান, রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মাতলামি করছিলেন কিলার বাবু। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরো জানান, ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, নিহতের বাবার নাম ইউনুস খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বুলবুল/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ