শনিবার সকালে রাজধানীতে মেঘ ও দূষণের কারণে ঘোলাটে আবহাওয়া দেখা যায়। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এটি মূলত ‘লো ক্লাউড’ এবং পরিবেশ দূষণের ফল। আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা তৃতীয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গুমোট ভাব অনুভূত হচ্ছে। সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যা বুধবার নাগাদ উপকূলীয় এলাকায় সৃষ্টি হতে পারে। আজ ঢাকা এবং এর আশেপাশে বৃষ্টির সম্ভাবনা আছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমরা ক্রিকেটের অনুসারী নই’—পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে বাধা দেবে না হকি ইন্ডিয়া
ভারতের হকির সর্বোচ্চ সংস্থা হকি ইন্ডিয়া জানিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোয় নিজেদের খেলোয়াড়দের বাধা দেওয়া হবে না। ক্রিকেট কী করছে বা কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। হকি ইন্ডিয়া খেলাধুলার মূল্যবোধ মেনেই চলবে।
গত মাসে মালয়েশিয়ায় সুলতান অব জোহর কাপে ভারত–পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের করমর্দন নিয়ে ভারতে তুমুল বিতর্ক হয়েছিল। সেই প্রসঙ্গেই কথা বলেছেন হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং।
তার আগেই সেপ্টেম্বরে এশিয়া কাপ ক্রিকেটে ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। গত মাসে আইসিসি নারী বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছে—ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো থেকে বিরত ছিলেন ভারতীয়রা।
এ প্রেক্ষাপটে ভোলা নাথ সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা ক্রিকেটের অনুসারী নই। ক্রিকেটাররা যা করেছে, সেটা তাদের পছন্দ। আমরা অলিম্পিক চার্টার ও এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) নির্দেশনা মেনে চলি। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে কখনো করমর্দন বা হাই-ফাইভ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়নি।’
অক্টোবরে সুলতান অব জোহর কাপে মুখোমুখি হয় ভারত–পাকিস্তান