বার্সেলোনা যেভাবে ‘দেশি’, রিয়াল মাদ্রিদ ‘বিদেশি’
Published: 20th, September 2025 GMT
ক্লাব ফুটবলে পরাশক্তিগুলোর মধ্যে একটা দিক থেকে বার্সেলোনা কিছুটা আলাদা। সে জন্য তাকাতে হবে ক্লাবটির স্কোয়াডে। বার্সার স্কোয়াডে ২৩ খেলোয়াড়ের মধ্যে ১৩ জনই তাদের একাডেমির। অর্থাৎ বার্সার একাডেমি লা মাসিয়া থেকেই উঠে এসেছেন এসব ফুটবলার।
বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের অবস্থা উল্টো। বিদেশি খেলোয়াড় খেলানো বিবেচনায় লা লিগায় দুই বছর ধরে শীর্ষে মাদ্রিদের ক্লাবটি। জাবি আলোনসোর স্কোয়াডে ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ১৮ জনই বিদেশি। অর্থাৎ সব মিলিয়ে রিয়ালের স্কোয়াডে ৭২ শতাংশ খেলোয়াড়ই স্প্যানিশ নন।
মূল দলের জন্য খেলোয়াড় সংগ্রহে বার্সা নির্ভর করে নিজেদের একাডেমি ‘লা মাসিয়া’র ওপর। লামিনে ইয়ামাল, পাও কুবারসি এবং ফারমিন লোপেজের মতো নতুন প্রতিভার উত্থান হয়েছে বার্সার একাডেমি থেকে। বিপরীতে রিয়াল মাদ্রিদ তাকিয়ে থাকে বাজারে। তাদের সব নির্ভরতা দলবদলের বাজার ঘিরে। রিয়াল এভাবে দলে ভিড়িয়েছে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম কিংবা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনের মতো ফুটবলারদের।
আরও পড়ুনএই দশকে লা মাসিয়ার সেরা ছয় ফুটবলার০৫ আগস্ট ২০২৫শতাংশের হিসাবে বর্তমানে বার্সায় স্প্যানিশ খেলোয়াড়ের হার ৫৬.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৩০ বছরে সর্বোচ্চ ভোটার উপস্থিতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।
গতকাল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। শেষ হওয়ার কথা রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)। এর পরপরই শুরু হওয়ার কথা ভোট গণনা।
শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। তার প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে।
আরও পড়ুননিউইয়র্ক ছাড়িয়ে জাতীয় মুখ মামদানি০৩ নভেম্বর ২০২৫এদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ভোট দিতে যান স্থানীয় সময় সকাল ১০টার দিকে।
মেয়র নির্বাচন ঘিরে জনমত জরিপগুলোয় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বরাবরই বড় ব্যবধানে এগিয়ে ছিলেন মামদানি। গত বৃহস্পতিবারের এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিলের জরিপ অনুযায়ী, মামদানি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কুমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে ছিলেন। জরিপে রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে মামদানি এগিয়ে ছিলেন প্রায় ২৯ পয়েন্টে।