সৌদি প্রো লিগের মঞ্চে আবারও রোমাঞ্চের ঝড় তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। দু’জনের জোড়া গোলের রাতে আল-নাসর ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল আল-রিয়াদকে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আল-আওয়াল পার্ক যেন একেবারেই রঙিন হয়ে উঠেছিল হলুদ জার্সিধারীদের দুরন্ত ফুটবলে।

খেলার মাত্র ছয় মিনিটেই আসে প্রথম গোল। বাঁ দিক দিয়ে দৌড়ে উঠে কিংসলে কোমান দারুণ এক নিচু ক্রস বাড়ান। আর ফেলিক্স ঠান্ডা মাথায় বল জালে পাঠান। মুহূর্তেই এগিয়ে যায় আল-নাসর।

আরো পড়ুন:

মেসির জোড়া গোলে মায়ামির জয়

এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল

অচেনা ছন্দে পড়ে যায় আল-রিয়াদ। বল নিয়ে বের হতে গিয়েই নিজেদের ভুলে আরও বড় বিপদ ডেকে আনে তারা। মাঝমাঠে পাস কেড়ে নেন কোমান। তারপর দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠান জালে। ২-০, আর স্টেডিয়াম তখন উৎসবে মেতে উঠেছে।

আক্রমণের পর আক্রমণ চালাতে থাকল স্বাগতিকরা। এবার ফেলিক্সের চোখধাঁধানো থ্রু পাস ছিঁড়ে ফেলল আল-রিয়াদের রক্ষণভাগ। ঠিক জায়গায় ছিলেন রোনালদো। এক স্পর্শে নিয়ন্ত্রণ, পরের স্পর্শেই বল জালে। ব্যবধান বেড়ে ৩-০। বিরতির আগে অতিথিদের অবস্থা তখন করুণ, বাঁশির অপেক্ষায় প্রার্থনা ছাড়া উপায় নেই।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও আঘাত। ৪৮ মিনিটে রোনালদো আলতো একটি চিপড পাস বাড়ান বক্সের ভেতর। ফেলিক্স নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান। নিজের দ্বিতীয় গোল, আর দলের চতুর্থ। যেন রোনালদো–ফেলিক্স জুটি একাই আল-রিয়াদকে গুঁড়িয়ে দিচ্ছিল।

৬২ মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান আল-রিয়াদের মামাদু সিলা। টেডি ওকোর নিখুঁত ক্রস থেকে পাওয়া সেই গোল আল-রিয়াদকে খানিক আশার আলো দিয়েছিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না।

৭৬ মিনিটে কোমানের পাস থেকে আবারও গোল করেন রোনালদো। ড্রপ-বল পরিস্থিতি থেকে বল পান ফেলিক্স, তিনিই সরাসরি বাড়ান কোমানের দিকে। কোমান দারুণ নিয়ন্ত্রণে বল বাড়ান সামনে, আর ফাঁকায় দাঁড়িয়ে থাকা রোনালদো ট্রেডমার্ক শটে পাঠান জালে। চলতি বছরে এটি ছিল তার ২৯তম গোল। অবিশ্বাস্য এক পরিসংখ্যান, বিশেষত যাকে অনেকে ধরে নিয়েছিলেন ফুরিয়ে গেছেন।

রোনালদোর জোড়া গোল শিরোনাম কাড়লেও এ রাতে সত্যিকারের নায়ক ছিলেন জোয়াও ফেলিক্স। দুই গোল ও এক অ্যাসিস্টের সঙ্গে সৃজনশীলতায় ভরপুর এক পারফরম্যান্সে তিনি হলেন ম্যাচসেরা। চেলসিতে উপেক্ষিত সেই ফরোয়ার্ড যেন রিয়াদে নতুন করে জন্ম নিয়েছেন। রোনালদোর সঙ্গে তার রসায়ন প্রতিপক্ষের জন্য আতঙ্কের হয়ে উঠছে।

সবার রাত সমান উজ্জ্বল হয়নি। সেনেগালের তারকা সাদিও মানে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। গোল করার মতো অবস্থানেও তিনি ছিলেন ছন্দহীন। ফলে হতাশই হতে হলো তাকে। তবে দলের দুর্দান্ত জয় তার ব্যর্থতা আড়াল করে দিয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আল র য় দ

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে নিয়োগ, আবেদন ডাক/কুরিয়ারে

চিফ সিকিউরিটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপালী ব্যাংক পিএলসি। ডাক/কুরিয়ার যোগে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫।

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)

পদমর্যাদা: উপমহাব্যবস্থাপক (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ০১

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রতিরক্ষা বাহিনী/আইনশৃঙ্খলা প্রয়োগ/রক্ষাকারী বাহিনীর কর্মরত/অবসরপ্রাপ্ত মেজর বা এসপি পদমর্যাদার কর্মকর্তা।

আরও পড়ুনপরিকল্পনা মন্ত্রণালয়ে ৬৫ পদে নিয়োগ, আবেদন শুরু৩ ঘণ্টা আগেবয়সসীমা

সর্বনিম্ন ৪৫ বছর, সর্বোচ্চ ৬০ বছর।

আরও পড়ুনসংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার১৬ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা

উপমহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক পিএলসি, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ৫২-৫৩, ইউনূস ট্রেড সেন্টার, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

৩০ নভেম্বর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ