৩৪–এ হঠাৎ মৃত্যু, ‘সোহাগ রাত’ নায়িকাকে মনে আছে কি
Published: 21st, September 2025 GMT
চল্লিশ ও পঞ্চাশের দশকে চলচ্চিত্রশিল্পকে অনেকেই ‘ভদ্রলোকের পেশা’ ভাবতেন না। বিশেষ করে নারীদের জন্য তো এ পেশা ছিল একরকম সামাজিক বর্জনের নাম। কিন্তু সেই সময়েই কিশোরী বয়সে কাজ শুরু করেছিলেন অনেক বড় তারকা। তাঁদেরই একজন গীতা বালি। মাত্র ১২ বছর বয়সে কাজ শুরু করেন তিনি। পরে কেদার শর্মার ছবি ‘সোহাগ রাত’ তাঁকে রাতারাতি তারকা বানায়।
গীতা বালি। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৬ সালে নার্সারিতে ভর্তি
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শুধু নার্সারি ব্যতীত অন্য কোনো শ্রেণিতে ভর্তি করা হবে না।
বয়স হতে হবেপ্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ৪ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে।
ক্যাটাগরি হলো১. সেনাবাহিনীর সদস্যগণের সন্তান (কর্মরত)
২. সেনাবাহিনীর সদস্যগণের সন্তান (অবসরপ্রাপ্ত)
৩. নেভি, এয়ার ফোর্স ও প্রতিরক্ষা খাতে কর্মরত ব্যক্তিবর্গের সন্তান
৪. অসামরিক ও অন্যান্য ব্যক্তিবর্গের সন্তান।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১০ হাজার ২১৯, প্রথম ধাপে ৬ বিভাগে ১ ঘণ্টা আগেঅনলাইন আবেদন১. ভর্তি আবেদন ওয়েবসাইটে Online Admission–এ ক্লিক করে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত (২৪ ঘণ্টা) নার্সারি শ্রেণির ভর্তির জন্য আবেদন করা যাবে।
২. প্রবেশপত্র প্রিন্ট করে রাখতে হবে।
৩. প্রতিষ্ঠানের ভেতরে কোনো প্রকার ভর্তি ফরম বিতরণ করা হবে না।
৪. আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা।
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি ছাড়া অন্য কোনো শ্রেণিতে ভর্তি করা হবে না