দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ অনেক অসাধ্য সাধন করেন। নিউইয়র্কের বাসিন্দা ধারালো ছুরি গিলে ফেলার দক্ষতা অর্জন করেছেন। ওই নারীর নাম জিন মিনস্কি। তিনি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী।

সম্প্রতি মিনস্কির একটি ভিডির নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা গেছে, মিনস্কি নিমেষেই একটি তলোয়ার গিলে ফেলছেন। তলোয়ার গেলার সময় তার গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে।দুই বা চার ইঞ্চি লম্বা ছুরি নয় মিনস্কি গিলে ফেলেন ১৮ ইঞ্চি লম্বা তলোয়ার। তলোয়ারটি মুখে প্রবেশ করানোর সময় এন্ডোস্কোপিক দৃশ্যের ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তলোয়ারটি তার গলার নালি পার হয়ে খাদ্যনালিতে প্রবেশ করছে।

আরো পড়ুন:

অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ড

এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা হয়েছিল। 

ইয়াহু ডটকমের তথ্য, মিনস্কি প্রায় এক দশক ধরে এই সাহসী শিল্পটি চর্চা করছেন। এটি কোনো জাদু নয়, তা প্রমাণ করার জন্য ভিডিওটি তৈরি করেছেন তিনি। 

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মিনস্কি বলেন, ‘‘একটি প্রদর্শনী করছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এক নারী তার স্বামীকে তলোয়ারটির দিকে ইশারা করে বলছেন, এটা ভাঁজ হয়ে যায়।’’

অনেক মানুষের মনেই সন্দেহ ছিলো, মিনস্কি সত্যি সত্যি তলোয়ারটি গিলতে পারেন নাকি জাদু দেখান। এই সন্দেহ দূর করার জন্য ‘ল্যারিঙ্গোস্কোপি’ পদ্ধতিতে ভিডিওটি ধারণ করা সিদ্ধান্ত নেন।

কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, ‘‘ল্যারিঙ্গোস্কোপি’ পদ্ধতির মাধ্যমে আমরা পুরো গলা ও স্বরযন্ত্র দেখতে ও রেকর্ড করতে পারি।’’

উল্লেখ্য , পিটম্যান শিল্পী মিনস্কির ওপর ‘ল্যারিঙ্গোস্কোপি’ প্রক্রিয়া সম্পন্ন করেন।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানান।

ডিএমপির খুদে বার্তায় বলা হয়, রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

কী অভিযোগে বা কোন মামলায় অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির খুদে বার্তায় কিছু বলা হয়নি।

পরে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে গুলশান থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এখন তাঁকে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ‎ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে মনোনয়ন পাননি।

সম্পর্কিত নিবন্ধ