১৮ ইঞ্চি তলোয়ার গিলে ফেললেন এক নারী
Published: 24th, September 2025 GMT
দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ অনেক অসাধ্য সাধন করেন। নিউইয়র্কের বাসিন্দা ধারালো ছুরি গিলে ফেলার দক্ষতা অর্জন করেছেন। ওই নারীর নাম জিন মিনস্কি। তিনি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী।
সম্প্রতি মিনস্কির একটি ভিডির নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা গেছে, মিনস্কি নিমেষেই একটি তলোয়ার গিলে ফেলছেন। তলোয়ার গেলার সময় তার গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে।দুই বা চার ইঞ্চি লম্বা ছুরি নয় মিনস্কি গিলে ফেলেন ১৮ ইঞ্চি লম্বা তলোয়ার। তলোয়ারটি মুখে প্রবেশ করানোর সময় এন্ডোস্কোপিক দৃশ্যের ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তলোয়ারটি তার গলার নালি পার হয়ে খাদ্যনালিতে প্রবেশ করছে।
আরো পড়ুন:
অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ড
এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা হয়েছিল।
ইয়াহু ডটকমের তথ্য, মিনস্কি প্রায় এক দশক ধরে এই সাহসী শিল্পটি চর্চা করছেন। এটি কোনো জাদু নয়, তা প্রমাণ করার জন্য ভিডিওটি তৈরি করেছেন তিনি।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মিনস্কি বলেন, ‘‘একটি প্রদর্শনী করছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এক নারী তার স্বামীকে তলোয়ারটির দিকে ইশারা করে বলছেন, এটা ভাঁজ হয়ে যায়।’’
অনেক মানুষের মনেই সন্দেহ ছিলো, মিনস্কি সত্যি সত্যি তলোয়ারটি গিলতে পারেন নাকি জাদু দেখান। এই সন্দেহ দূর করার জন্য ‘ল্যারিঙ্গোস্কোপি’ পদ্ধতিতে ভিডিওটি ধারণ করা সিদ্ধান্ত নেন।
কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, ‘‘ল্যারিঙ্গোস্কোপি’ পদ্ধতির মাধ্যমে আমরা পুরো গলা ও স্বরযন্ত্র দেখতে ও রেকর্ড করতে পারি।’’
উল্লেখ্য , পিটম্যান শিল্পী মিনস্কির ওপর ‘ল্যারিঙ্গোস্কোপি’ প্রক্রিয়া সম্পন্ন করেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
ঢাকা-২০ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন মুকুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।
শনিবার (৮ নভেম্বর) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়ন ফরম নেন।
আরো পড়ুন:
নিবন্ধন ও প্রতীক পাওয়ায় মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফ
দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ নেতা হান্নান মাসুদ ও তাসনীম জারা। তারা আসাদুল ইসলাম মুকুলের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। এ সময় ধামরাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ধামরাই উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইসরাফিল খোকন, জাতীয় যুব শক্তির আশিকুর রহমান, ছাত্র শক্তির সামিউল ইসলাম লিমান এবং কাউছার আহমেদসহ স্থানীয় পর্যায়ের শতাধিক নেতাকর্মী মুকুলের সঙ্গে ছিলেন।
মনোনয়ন নেওয়ার পর আসাদুল ইসলাম মুকুল বলেন, “ধামরাইয়ের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, আগামী নির্বাচনে ঢাকা-২০ আসনে দলীয় প্রার্থী নিয়ে তারা সক্রিয়ভাবে মাঠে নামবেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে তৃণমূলে প্রচার শুরু করেছেন।
এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিতে সারা দেশের মনোনয়নপ্রত্যাশীরা আবেদন ফরম সংগ্রহ করতে পারছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ প্রক্রিয়া চলবে। ১৫ নভেম্বরের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ঢাকা/সাব্বির/বকুল