পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার
Published: 28th, September 2025 GMT
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,“উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।”
রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
তিনি বলেন, “এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করে দিনরাত ২৪ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, “সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে।”
ডিএমপি কমিশনার বলেন, “যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে। বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীতে বিসর্জন শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আরম্ভ হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। দুর্গাপূজাকে ঘিরে কোনরকম ভুলতথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।”
তিনি আশা করেন, “পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় এ বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।”
পরে ডিএমপি কমিশনার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন।
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাইব্যুনাল যে রায় দেবেন, সেটাই কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)।
এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘আদালত কি রায় দেয়, তার দিকে কান পেতে থাকুন। ট্রাইব্যুনাল যে রায় দেবেন, সেটাই কার্যকর হবে।’’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘‘আদালতের রায় দেশের মানুষ মেনে নেবেন। তবু, যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’’
রবিবার (১৬ নভেম্বর) বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘পরিস্থিতি যে খুব ভালো তা বলব না, আবার খুব খারাপ তাও নয়; সন্তোষজনক রয়েছে।’’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে প্রশাসন মাঠ গুছানোর কাজ করছে। ইতোমধ্যে প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’’
তিনি বলেন, ‘‘নির্বাচন উৎসবমুখর শুধু মাঠ প্রশাসনের ওপর নির্ভর করে না। এর মধ্যে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বশেষ জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয় সেক্ষেত্রে কেউ তাদের থামিয়ে রাখতে পারবে না।’’
ঢাকা/পলাশ/রাজীব