উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় আজ বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, নোয়াখালী ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘে ছেয়ে আছে। এভাবে আগামী অন্তত তিন দিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সকালে প্রথম আলোকে বলেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়ায়, ৫১ মিলিমিটার। এ ছাড়া এই তিন ঘণ্টায় সিরাজগঞ্জের তাড়াশে ৪৭ মিলিমিটার, নোয়াখালীতে ৪০ মিলিমিটার, মাদারীপুরে ৩০ মিলিমিটার এবং পার্বত্য জেলা রাঙামাটিতে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, সকাল থেকেই আজ বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলে মেঘের ঘনত্ব অনেক বেশি। এ ছাড়া নোয়াখালী ও মাদারীপুর অঞ্চলেও ভারী মেঘ আছে।

আরও পড়ুনঢাকায় ৬ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি২ ঘণ্টা আগে

আবুল কালাম মল্লিক বলেন, সাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে আজ বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি খুব তাড়াতাড়ি কমবে না। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আগামী তিন দিন বৃষ্টি হতে পারে।

আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। আর দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয় তবে তাকে ভারী বৃষ্টি বলে।

আরও পড়ুনসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ