Risingbd:
2025-11-22@06:27:38 GMT

ভারত সফরে কখন কোথায় যাবেন মেসি

Published: 4th, October 2025 GMT

ভারত সফরে কখন কোথায় যাবেন মেসি

নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারত সফর করবে। ভারতের কেরালায় বিশ্ব চ্যাম্পিয়নরা ফুটবল ম্যাচও খেলবে তা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এজন্য ১৩০ কোটি রুপিও নিয়েছে তারা।

ফিফা স্বীকৃত প্রীতি সেই ফুটবল ম্যাচে জাদুকর লিওনেল মেসি খেলবেন কিনা তা নিশ্চিত নয়। তবে এক মাস পর মেসি ব্যক্তিগত সফরে যাবেন ভারতে।

নিজের ফেসবুকে ভারত সফরের পূর্ণাঙ্গসূচি ঘোষণা করেছেন বিশ্বকাপের তারকা। ভারতীয় ক্রীড়া এজেন্ট শতদ্রু দত্তের আমন্ত্রণে মেসি চারদিন থাকবেন ভারতে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ ডিসেম্বর রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন মেসি।

এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতে প্রীতি ম্যাচ খেলেছিল তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে তারা জিতেছিল ১-০ গোলে। ম‌্যাচে অংশ নিয়েছিলেন মেসিও। এটি হবে ভারতে ১৪ বছর পর তার প্রথম সফর।

ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভারত সফরের সূচি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘‘আমি সত্যিই খুব উচ্ছ্বসিত যে, এই ডিসেম্বরের আমি ভারতের মতো একটি সুন্দর দেশ ভ্রমণে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও দাতব্যকাজে অংশ নেওয়া দারুণ ব্যাপার হবে। এই ইভেন্টগুলো কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির আইকনিক স্টেডিয়াম এবং সম্ভবত আরেকটি শহরে হবে.

..টিকিট পাওয়া যাবে শুধু ডিসট্রিক্ট অ্যাপে।’’

১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে মেসির একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলার কথা রয়েছে। মেসি আহমেদাবাদে গিয়ে নিজের ভাস্কর্য উন্মোচন করবেন।

১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজের সঙ্গে একই মঞ্চে থাকবেন।

ভারত ত্যাগ করার আগে  লিওনেল মেসির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

ঢাকা/ ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড স ম বর কলক ত ফ টবল

এছাড়াও পড়ুন:

‎কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

‎রেফারির শেষ বাঁশি বাজতেই রুপালি-বৃষ্টিদের উৎসব শুরু। লাল-সবুজ পতাকা হাতে কোর্টের চারপাশ ঘুরে গ্যালারির দর্শকদের অভিবাদনের জবাবও দিলেন তাঁরা। প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হওয়ার আনন্দে মেয়েদের এই উদ্‌যাপন। ‎

‎মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হলো অন্তত ব্রোঞ্জ পদক জয়ও। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল।

‎থাইল্যান্ডের বিপক্ষে এদিন প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশ। তবে রেইডার শ্রাবণী মল্লিক চোট নিয়ে মাঠ ছাড়ায় স্বাগতিক সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কয়েক মিনিট পর অবশ্য সুস্থ হয়ে মাঠে ফেরেন তিনি। বিরতির আগে এক রেইড থেকে দুই পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের ব্যবধান বেড়ে হয় ১৪-১২।

সেমিফাইনালে ওঠার আনন্দে মাতােয়ারা বাংলাদেশ দল

সম্পর্কিত নিবন্ধ