অনূর্ধ্ব-১৬ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে দুবার খেলেছে বাংলাদেশ। এ বছর প্রথমবার জাতীয় ও অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে। বড়দের পথ ধরে বছরটা রাঙাতে পারবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল? বাছাইপর্ব খেলে এশিয়ান অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের কাপের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ তাদের সামনেও।

তবে বাছাইপর্ব খেলে চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশের কিশোরীদের জন্য কঠিনই। এ ক্ষেত্রে অবশ্য বড়দের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারে ছোটরা। এ জন্য ১৩ অক্টোবর জর্ডানে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। ১৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচ চায়নিজ তাইপের সঙ্গে। তিন দলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল জায়গা পাবে আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল পর্বে।

জর্ডান ও চায়নিজ তাইপে অনেক শক্তিশালী দল। সেখানে আমরা ভালো কিছু করব ওই পর্যায়ে থেকে, তেমন প্রত্যাশা থাকবে না। এটাকে ওরা শেখার টুর্নামেন্ট হিসেবে নিয়ে নিজেদের তৈরি করবে।মাহফুজা আক্তার , বাফুফের নারী কমিটির প্রধান

জর্ডানে যাওয়ার আগে দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৭ অক্টোবর প্রতিপক্ষ সিরিয়া, ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত। দুবাই থেকে দল যাবে জর্ডানে। বাংলাদেশ দল আগামীকাল রোববার দুবাই রওনা হচ্ছে।

কথা বলছেন কোচ সাইফুল বারী টিটু.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ড় ন ত পর ব

এছাড়াও পড়ুন:

‎কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

‎রেফারির শেষ বাঁশি বাজতেই রুপালি-বৃষ্টিদের উৎসব শুরু। লাল-সবুজ পতাকা হাতে কোর্টের চারপাশ ঘুরে গ্যালারির দর্শকদের অভিবাদনের জবাবও দিলেন তাঁরা। প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হওয়ার আনন্দে মেয়েদের এই উদ্‌যাপন। ‎

‎মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হলো অন্তত ব্রোঞ্জ পদক জয়ও। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল।

‎থাইল্যান্ডের বিপক্ষে এদিন প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশ। তবে রেইডার শ্রাবণী মল্লিক চোট নিয়ে মাঠ ছাড়ায় স্বাগতিক সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কয়েক মিনিট পর অবশ্য সুস্থ হয়ে মাঠে ফেরেন তিনি। বিরতির আগে এক রেইড থেকে দুই পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের ব্যবধান বেড়ে হয় ১৪-১২।

সেমিফাইনালে ওঠার আনন্দে মাতােয়ারা বাংলাদেশ দল

সম্পর্কিত নিবন্ধ