ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিলেন মাসুদুজ্জামন
Published: 5th, October 2025 GMT
নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শহরে ডেঙ্গু প্রতিরোধে জন্য নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ ফগার মেশিন ও ৯ জন কর্মী দিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ ৩শ শয্যা (খানপুর) হাসপাতল প্রাঙ্গণে সামনে অনুষ্ঠান প্রধান অতিথি বক্ত্যবে তিনি এ কথা বলেন।
এসময় নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারসহ হাসপাতেল ডাক্তার, বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে মাসুদুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য যে সমস্ত ক্যামিক্যাল প্রয়োজন হয় তার জন্য আমরা ব্যবস্থা করেছি। এক মাসের জন্য আমরা এই মেশিনগুলি দিয়ে আমরা প্রতিদিন বন্দর এবং শহরে আমরা নয়জন লোককে নিয়েছি।
হাসপাতালে কিছু রোগীরা আছেন তাদের জন্য কিছু ফলের ব্যবস্থা করেছি এবং হাসপাতালে জন্য ২৪ ঘন্টার একটি এম্বুলেন্স দেওয়া থাকবে সাথে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে নিবেন।
তিনি আরও বলেন, কাজটা আসলে আমাদের একার নয়। কাজটা আসলে আমাদের সবার এবং মূলত সরকারকে এগিয়ে আসতে হবে জনগণ সরকারের অংশ আমরা সরকারের অংশ আমরাই সরকার আমরাই জনগণ।
অতএব সরকার জনগণের দেখভাল করবেন স্বাস্থ্যের খবর নেবেন স্বাস্থ্য যাতে সুরক্ষা হয় সে ব্যাপারে কাজ করবেন। প্রতিদিন খবর শুনছি পরিস্থিতি কতটা ভয়াবহ আপনারা জেলা প্রশসাককের কাছে দাবি জানাবেন এ বিষয় আবেদন করবেন কিভাবে সাহায্য করবেন তিনি ভালো জানেন।
এসময় তিনি সিভিল সার্জন কে উদ্দেশ্য করে বলেন, সিভিল সার্জন কি করছেন উনাকে সকাল সন্ধ্যা ব্যস্ত থাকার কথা। এখানে সিভিল সার্জন থাকার কথা ছিল সারাদিন বন্দর নগর পুরো জেলায় চয়ে বেড়ানোর কথা।
গতকাল জানতে পারলাম এই সংক্রান্ত একটি প্রকল্প উদ্বোধন করে বলতাছে প্রকল্পের কাজ নাই তাইলে প্রকল্প উদ্বোধন কেন করলো এটা একটা হাস্যকর ব্যাপার।
এই শহরে যারা বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসবেন। কিন্তু আমাদের সতর্ক হতে হবে মশার লাভা আপনার ঘরে, বাব্যসা বাণিজ্যে প্রতিষ্ঠানের আশেপাশে এই লাভা আছে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়।
আমরা যদি নিজেরা একটু সচেতন থাকি। নিজেরা যদি উদ্যোগ নেই তাহলে লাভাকে ধ্বংশ করতে পারবো। আপনারা উদ্যোগ নিবেন আপনাদের সাথে আছি। আশা করি আপনারা দায়িত্ব নিবেন।
এসময় তিনি আরো বলেন, আমরা কতটা দুর্ভাগা এত বড় একটা সরকারি হাসপাতাল এই জেলার ঢাকার সবচেয়ে পাশের শহর । ডেঙ্গু রোগির প্লাটিনাম কাউন্ট করার মেশিন আছে কিন্তু প্লাটিনাম আলাদা করারে ডেভেলপ করার মেশিন নাই।
শহরের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। এছাড়া শহরে বড় বড় প্রতিষ্ঠান আচে বিকেএমইএ এবং চেম্বার অফ কমার্স, ইয়ার্ন মার্চেন্ট মারচেইন্ট এসোসিয়েশন তাদেরকেও আহবান জানাই আপনারা একটু এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসলে মানুষকে আমরা রক্ষা করতে পারবো।
আমাদের সুপার অন্য জেলার মানুষ উনিও উপলব্ধি করতে পারে কিন্তু আমাদের যারা বিগত দিনে শাসন করেছেন তারা উপলব্ধি করতে পারেন নাই আমাদের যে একটা মেডিকেল কলেজ দরকার, একটা বিশ্ববিদ্যালয় দরকার সেগুলি তারা অনুধাবন করেননি এটা আসলে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার
আমরা পরিষ্কার রাজনীতি করতে এসেছি। সেবা করার সুযোগ পাই আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের এই দাবিগুলি শিক্ষা স্বাস্থ্য সেবা নিয়ে আমরা অবশ্যই এগুলি নিয়ে আমরা কাজ করবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র জন য আম দ র স র জন করব ন আপন র সরক র
এছাড়াও পড়ুন:
জাপা নির্বাচনের সুযোগ পেলে গণঅধিকার পরিষদ তা বর্জন করবে: রাশেদ
জাতীয় পার্টিসহ (জাপা) স্বৈরাচারের দোসরদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে গণঅধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রাশেদ খান বলেছেন, ‘‘ভারতের মদদে আওয়ামী লীগের ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের চেষ্টা চালাচ্ছে। জাতীয় পার্টি ভারতের মদদে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ জনগণ মানবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে।’’
আরো পড়ুন:
জকসু নির্বাচন: নবীনদের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু: ছাত্রদলের বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের সদর উপজেলার বাজারগোপালপুর বাজারে নির্বাচনি গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘‘শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। ভারত যদি বাংলাদেশে নতুন করে হাসিনার মতো কাউকে তাবেদার শাসক বানাতে চায়, তাহলে জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের তাবেদার সরকার মেনে নেবে না।’’
ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গঠন করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘ভারতের দাদাগিরি আমরা আর মানব না। ভারত নির্বাচন বানচালের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের স্বতন্ত্র সাজিয়ে ভোটের মাঠে নামাতে চাইছে। আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না।’’
এর আগে বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সোহাগ/বকুল