ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা ভয়ংকর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তাঁরা বলছেন,  আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তাঁদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময়  গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকারকর্মীদের আটক করা হয়।

অধিকারকর্মীরা বলেন, তাঁদের হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে।মারধর করা হয়েছে।  তিন দিন তাঁরা কিছু খেতে পাননি। এমনকি শৌচাগারের পানি পান করে থেকেছেন।

গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানুষেরা গাজার ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন। তাঁরা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং অধিকারকর্মীদের আটক করে। গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌ বহরে থাকা প্রায় ৪৫০ জনকে আটক করা হয়। এর মধ্যে বেশ কয়েকজন অধিকারকর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইতালিয় সংবাদ সংস্থা এএনএসএ-এর  প্রতিবেদনে বলা হয়, রোববার ইতালির রোমে ফিরে অধিকারকর্মী চেজারে তোফানি বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছে… সেনাদের হেফাজতে থাকার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের হয়রানি করা হয়েছে।’

ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম অধিকারকর্মীদের সঙ্গে মিলানে পৌঁছান। তিনি বলেন, ‘এমনকি তাঁরা আমাদের সঙ্গে সহিংস আচরণ করেছে। তাঁরা আমাদের ওপর অস্ত্র তাক করেছিল। নিজেদের গণতান্ত্রিক দেশ বলে যে রাষ্ট্র দাবি করে, সেখানে এমন আচরণ মেনে নেওয়া যায় না।’ ইতালির স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি গত শনিবার রাতে ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করেছেন। তিনি বলেন, ইসরায়েলি সেনারা আটক অধিকারকর্মীদের ওষুধ দেয়নি এবং তাদের সঙ্গে ‘বানরের মতো আচরণ’ করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে আটক হওয়ার পর ছাড়া পাওয়া এক অধিকারকর্মী ফিলিস্তিনি পতাকা ওড়াচ্ছেন। ইস্তাম্বুল, তুরস্ক, ৪ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল আম দ র

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না: সারজিস

ভারত যতদিন না শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, ততদিন তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত আচরণ পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ইসির রুচিবোধ নিয়ে সারজিসের প্রশ্ন

শাপলাই কেন লাগবে, যে ব্যাখ্যা দিল এনসিপি

সারজিস অভিযোগ করে বলেন, “মহানন্দা নদীতে ভোর রাতে কোনো কারণ ছাড়াই ভারত ৮টি স্লুইস গেট খুলে দিয়েছে। ফলে নদীর পানি বেড়ে গিয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে। ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হতে চায়, তাহলে তাদের আচরণও প্রতিবেশীর মতো হতে হবে।” 

তিনি বলেন, “মন চাইলে পানি আটকে রাখা, আবার মন চাইলে স্লুইচ গেট খুল দেওয়া- এভাবে চললে বাংলাদেশের মানুষের মনে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিনদিন বাড়বে। এটা দুই দেশের সম্পর্কের জন্য কোনো ইতিবাচক বার্তা নয়।”

এনসিপির এই নেতা বলেন, “মহানন্দা নদীর পাড়ে ব্লক বসাতে গেলে বিএসএফ বাধা দেয়, এমনকি রাতে গুলিও চালায়। বাংলাদেশের মাটিতে, আমাদের নদীর পাড়ে আমি এখানে ব্লক দিব। ওরা গুলি করবে এই সাহস যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে বাংলাদেশের মানুষও উপযুক্ত জবাব দেবে।” 

তিনি বলেন, “অনেক নদী আছে যেগুলো আন্তর্জাতিক নদী। নদীর উৎপত্তি ভারতের বাইরে- নেপাল, ভুটান ও চীনে। তারা যদি আন্তর্জাতিক আইন না মেনে চলে, তাহলে আপনাকেও সমস্যায় পড়তে হবে। সবদিন কিন্তু ভারতের দিন না, দিন বাংলাদেশেরও আসবে।”

এ সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী, অরিয়র্স অব জুলাইয়ের পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না: সারজিস
  • ইসির রুচিবোধ নিয়ে সারজিসের প্রশ্ন
  • রেখাকে বিয়ে! আরও যেসব তারকার সঙ্গে ইমরান খানের প্রেমের গুঞ্জন
  • থুনবার্গকে নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী
  • আটক গ্রেটা থুনবার্গকে নির্যাতন ও ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ
  • ভারত ১ নম্বর দল হলেও তাদের আচরণ তৃতীয় শ্রেণির: বাসিত আলী
  • ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে নৈতিক জাগরণ
  • মহাকাশে অদ্ভুত গ্রহের সন্ধান
  • বিল গেটসের লাজুক আচরণ যেভাবে দূর করেন মেয়ে ফোবি গেটস