নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
Published: 6th, October 2025 GMT
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে নিজ ঘরে মমতাজ বেগম (৬৯) নামের একজনকে হত্যা করা হয়েছে। তিনি প্রয়াত প্রকৌশলী এস এম শফিউল্লাহর স্ত্রী। এ ঘটনায় স্বর্ণালংকার লুট হয়েছে।
পুলিশ দুই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গতকাল রোববার রাত নয়টার দিকে বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
বড়াইগ্রাম থানার সূত্রে জানা গেছে, ১২ বছর আগে মমতাজ বেগমের স্বামী ধনাঢ্য ব্যবসায়ী প্রকৌশলী শফিউল্লাহ মারা যান। এর পর থেকে তিনি একাই বাড়িতে থাকতেন। একমাত্র ছেলে জাকির হোসেন অন্য বাড়িতে থাকেন। মেয়ে বেবি আক্তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন।
মমতাজ বেগমের দেখাশোনা করতেন দুই গৃহকর্মী। দিনে কাজ করতেন সুফিয়া বেগম (৪০) এবং রাতে নিরাপত্তার দায়িত্বে থাকতেন কাজী আবু শামা (৬১)।
কাজী আবু শামার ভাষ্য, গতকাল রাতে মমতাজ বেগমকে সুস্থ অবস্থায় রেখে মহল্লার মসজিদে এশার নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে রাত নয়টার দিকে বাড়িতে ফেরার পর তিনি মমতাজকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর মুখমণ্ডল থেঁতলানো ছিল। গায়ে থাকা স্বর্ণালংকার ছিল না। তাঁর চিৎকারে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে এসে মমতাজ বেগমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সুমন চন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুই গৃহকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ মাঠে নেমেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার শ্বাসকষ্ট, দোয়া চাইল বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর বুকে সংক্রমণ ও হৃদরোগের সমস্যা রয়েছে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।