একজন ঢাকা, অন্যজন কক্সবাজার থেকে ফেনীর পরশুরামে বেড়াতে এসেছিলেন। ঘুরে বেড়াতে গিয়ে ‘ভুল করে’ সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেন দুই যুবক। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় তাঁদের আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) উদ্যোগ নেওয়ায় শেষ পর্যন্ত নিরাপদে তাঁদের ফিরিয়ে দেয় বিএসএফ।

গতকাল রোববার সন্ধ্যায় ফেনীর পরশুরাম উপজেলার বাউরপাথর সীমান্ত দিয়ে বিএসএফ দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে। ভুল করে ভারতে প্রবেশ করা ওই দুই যুবক হলেন রাজধানী ঢাকার রামপুরা থানার খিলগাঁও বাগিরচারটেক এলাকার মো.

হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) ও কক্সবাজার সদর থানার ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মোহাম্মদ জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।

বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুরে ঘুরতে আসা দুই যুবক ফেনীর পরশুরাম উপজেলার বাউরপাথর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। বাংলাদেশি দুই যুবক বিএসএফের হাতে আটকের বিষয়টি জানতে পেরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে টেলিফোন কথা হয়। একপর্যায়ে বিজিবির পরশুরাম বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। পরে আটক দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির তৎপরতায় মুক্ত হয় দুই যুবক

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পরশ র ম দ ই য বক ব এসএফ

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না: সারজিস

ভারত যতদিন না শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, ততদিন তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত আচরণ পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ইসির রুচিবোধ নিয়ে সারজিসের প্রশ্ন

শাপলাই কেন লাগবে, যে ব্যাখ্যা দিল এনসিপি

সারজিস অভিযোগ করে বলেন, “মহানন্দা নদীতে ভোর রাতে কোনো কারণ ছাড়াই ভারত ৮টি স্লুইস গেট খুলে দিয়েছে। ফলে নদীর পানি বেড়ে গিয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে। ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হতে চায়, তাহলে তাদের আচরণও প্রতিবেশীর মতো হতে হবে।” 

তিনি বলেন, “মন চাইলে পানি আটকে রাখা, আবার মন চাইলে স্লুইচ গেট খুল দেওয়া- এভাবে চললে বাংলাদেশের মানুষের মনে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিনদিন বাড়বে। এটা দুই দেশের সম্পর্কের জন্য কোনো ইতিবাচক বার্তা নয়।”

এনসিপির এই নেতা বলেন, “মহানন্দা নদীর পাড়ে ব্লক বসাতে গেলে বিএসএফ বাধা দেয়, এমনকি রাতে গুলিও চালায়। বাংলাদেশের মাটিতে, আমাদের নদীর পাড়ে আমি এখানে ব্লক দিব। ওরা গুলি করবে এই সাহস যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে বাংলাদেশের মানুষও উপযুক্ত জবাব দেবে।” 

তিনি বলেন, “অনেক নদী আছে যেগুলো আন্তর্জাতিক নদী। নদীর উৎপত্তি ভারতের বাইরে- নেপাল, ভুটান ও চীনে। তারা যদি আন্তর্জাতিক আইন না মেনে চলে, তাহলে আপনাকেও সমস্যায় পড়তে হবে। সবদিন কিন্তু ভারতের দিন না, দিন বাংলাদেশেরও আসবে।”

এ সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী, অরিয়র্স অব জুলাইয়ের পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না: সারজিস
  • সিলেটে ‘মব’ সৃষ্টি করে বালুবোঝাই ট্রাক নিয়ে গেলেন পরিবহনশ্রমিক নেতা
  • মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক