রোহিত শর্মা দল থেকে বাদ পড়েননি, কিন্তু অধিনায়কত্ব হারিয়ে ফেলেছেন। অনেকটা আচমকাই তাঁকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। গত মে মাসে এই গিলই পেয়েছেন টেস্টের অধিনায়কত্ব। এ ছাড়া সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের মতে, একের পর এক সংস্করণের নেতৃত্ব তুলে দিয়ে গিলের কাঁধে বোঝা বাড়িয়ে দেওয়া হয়েছে। গিল অধিনায়কত্ব চাননি, বরং অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিই তাঁর ওপর চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ কাইফের।

টেস্টে রোহিত অবসর নেওয়ার পর গিলকে দায়িত্ব দেওয়ায় খুব বেশি আলোচনা হয়নি। কাউকে দায়িত্ব দিতেই হতো, সেরা বিকল্প ছিলেন গিলই। তবে সম্প্রতি ভারতের অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে গিলকে অধিনায়ক করার পর ব্যাপক আলোচনা হচ্ছে। রোহিত ভারতকে সর্বশেষ নেতৃত্ব দিয়েছেন মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে। সে আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এবার অস্ট্রেলিয়া সফরে তাঁকে দলে রাখা হলেও কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব। বিপরীতে ২৬ বছর বয়সী গিলের কাঁধে একের পর এক দায়িত্ব বাড়ানো হচ্ছে। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করার অর্থ আগামী বছরের বিশ্বকাপের পর সূর্যকুমার যাদব বিদায় নিলে সেখানেও তাঁকেই নেতৃত্ব দেওয়া হবে।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল...

অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।

নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।

চঞ্চল চৌধুরী। কবির হোসেন

সম্পর্কিত নিবন্ধ