সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “তোমাদের মতো আমারো একটি স্বপ্ন আছে, একদিন এই দেশটি হবে শিশুদের জন্য। আজকের শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনার নেতৃত্ব দেবে।”

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ২০২৫ ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

সুন্দর সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: ডা.

বিধান রঞ্জন

শিশু তায়েবা হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন

শারমীন এস মুরশিদ বলেন, “বিশ্ব শিশু দিবসে এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। এই স্লোগানকে সামনে রেখে এমন একটি দেশ গড়তে চাই, যেখানে সবাই বলবে এই দেশটি শিশুদের জন্য।”

তিনি বলেন, “একটি সুন্দর দেশ গড়ার জন্য আজ আমরা যে সংগ্রাম করছি এবং তোমরা যারা গত বছরের জুলাই-গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রেখেছ, তা এক বিশাল বীরত্বগাথা। এতে প্রমাণিত হয় তোমরাই এখন দেশের দায়িত্ব নিয়ে নিয়েছো।”

তিনি আরো বলেন, “যারা বছরের পর বছর দেশ শাসন করেছে, অন্যায়-দুর্নীতিতে জড়িয়েছিল, তাদের বিরুদ্ধে তোমরা আঙুল তুলে দেখিয়ে দিয়েছো এই দেশ অন্যায় মেনে নেবে না। সত্যি বলতে, জুলাই আন্দোলন না হলে আমরা বুঝতেই পারতাম না আমাদের কোমলমতি শিশুরা এই দেশটাকে এত ভালোবাসে।”

উপদেষ্টা বলেন, “আজকের শিশুরা একেকজন অকুতোভয় বীর সৈনিক, যারা অন্যায়ের সঙ্গে আপস না করে মাথা উঁচু করে বাঁচতে জানে, লড়তে জানে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। তা হলো- শিশুদের মুখে হাসি, স্বপ্নের অনুপ্রেরণা, জীবনের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।”

শারমীন এস মুরশিদ বলেন, “১৯৫৪ সালে জাতিসংঘের ইউনিসেফ প্রথম বিশ্ব শিশু দিবস চালু করে শিশুদের কল্যাণ ও অধিকার সুরক্ষার জন্য। ১৯৮৯ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদশিশুর চারটি মৌলিক অধিকার নির্ধারণ করে। বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, সুরক্ষার অধিকার ও অংশগ্রহণের অধিকার। যদিও বাংলাদেশ এসব অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছে, বাস্তবতার নিরিখে এখনো অনেকখানিই পিছিয়ে আছি। আমরা সেই ব্যবধান দূর করতে কাজ করছি।”

তিনি বলেন, “বর্তমান সরকার শিশুবান্ধব নীতিমালার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। শিশুভিত্তিক বিচার ব্যবস্থায় বিশেষ শিশু আদালত প্রতিষ্ঠা, ইউনিসেফ ও ইইউ এর সহায়তায় ১ হাজার ২০০ অতিরিক্ত সমাজকর্মী নিয়োগ, ২৪ নভেম্বর ২০২৪-এ চাইল্ড কেয়ার রোডম্যাপ চালুসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”

“চলুন, আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি শিশুরা নিরাপদে বেড়ে উঠুক, সুযোগ পাক, স্বপ্ন পূরণ হোক সেই দেশটিই আমরা গড়ব,” যোগ করেন উপদেষ্টা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং শিশু বক্তা রূপ সঞ্চারী চর্চা ও মো. সামিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব) দিলারা বেগম।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ৬২ জন শিশুর পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত ‘বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। 

সেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, সেরিব্রাল পালসি সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট এই দ শ ই দ শট র জন য

এছাড়াও পড়ুন:

রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (৪ অক্টোবর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কমিটিতে থাকতে পারে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের কারণে আগে-ভাগেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন রাবির ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

রাস্তা বন্ধ করে দেওয়ায় বিচ্ছিন্ন মাদ্রাসা, দুর্ভোগে শিক্ষার্থীরা

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা একাধিক শিক্ষক যারা এ বছরের কমিটিতেও থাকতে পারেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রমজান শুরু হবে। তাই এ বছর জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা শুরু করার চিন্তা-ভাবনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবারের ভর্তি পরীক্ষা জানুয়ারির ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে হতে পারে—এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নেওয়া হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • বন্ডহোল্ডাররা পেলেন পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন
  • নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন চলছে, পদ ৬৭
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (৬ অক্টোবর ২০২৫)
  • বিসিটিআইয়ের স্বল্পমেয়াদি কোর্সের সনদ প্রদান
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স, সিজিপিএ ২.৫০ লাগবে
  • আজ টিভিতে যা দেখবেন (৫ অক্টোবর ২০২৫)
  • আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫
  • রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি