প্রাইম বাবুলের পক্ষ থেকে তারেক রহমানে ৩১ দফা লিফলেট বিতরণ
Published: 6th, October 2025 GMT
আসন্নজাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা জনগেণের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ‘প্রাইম ওয়াশিং প্লান্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে মিশনপাড়া মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন। এসময় মিশনপাড়া মোড় থেকে শুরু করে ডনচেম্বার , খানপুর শাখা রোড, মসজিদ খানপুর মেইন রোড,নিউ ব্যাংক কলোনী,উত্তর চাষাড়া( রাম বাবু পুকুর পার) চাষাড়া শহীদ মিনার হয়ে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা শেষ করেন।
এর আগে জহির আহমেদ সোহেল জানান, আসন্নজাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা বাস্তবায়নে জনগেণের কাছে লিফলেট বিতরণ করবো।
অনেকেই তারেক রহমানের ৩১ দফ সম্পর্কে জানেন না তাদের মাঝে ৩১ দফা বার্তাটি সবার মাঝে পৌঁছেদিতে এ কর্মসূচি। সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সবার মাঝে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ত র ক রহম ন
এছাড়াও পড়ুন:
লালবাগে রাস্তা দখল ও মিটফোর্ডে চুরির ঘটনায় সাতজনের কারাদণ্ড
রাজধানীর লালবাগ এলাকায় রাস্তা দখল করে দোকান বসানো এবং মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। লালবাগ থানা সূত্রে জানা যায়, লালবাগ এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে সবজি, মাছ ও মুরগির দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একাধিকবার নির্দেশনা ও জরিমানা সত্ত্বেও তাঁরা বারবার একই স্থানে দোকান বসিয়ে আসছিলেন।
অন্যদিকে একই আদালতে কোতোয়ালি থানা–পুলিশের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে সাড়ে চার হাজার টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে সাজা দেন।