প্রাইম বাবুলের পক্ষ থেকে তারেক রহমানে ৩১ দফা লিফলেট বিতরণ
Published: 6th, October 2025 GMT
আসন্নজাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা জনগেণের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ‘প্রাইম ওয়াশিং প্লান্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে মিশনপাড়া মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন। এসময় মিশনপাড়া মোড় থেকে শুরু করে ডনচেম্বার , খানপুর শাখা রোড, মসজিদ খানপুর মেইন রোড,নিউ ব্যাংক কলোনী,উত্তর চাষাড়া( রাম বাবু পুকুর পার) চাষাড়া শহীদ মিনার হয়ে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা শেষ করেন।
এর আগে জহির আহমেদ সোহেল জানান, আসন্নজাতীয় নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা বাস্তবায়নে জনগেণের কাছে লিফলেট বিতরণ করবো।
অনেকেই তারেক রহমানের ৩১ দফ সম্পর্কে জানেন না তাদের মাঝে ৩১ দফা বার্তাটি সবার মাঝে পৌঁছেদিতে এ কর্মসূচি। সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সবার মাঝে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ত র ক রহম ন
এছাড়াও পড়ুন:
দেশি বস্ত্র, অলংকার আর বাংলা গানে মনোরম পরিবেশনা
হেমন্তের হিমেল রাতে আলোঝলমলে মঞ্চে জনপ্রিয় বাংলা গানের সঙ্গে দেশি বস্ত্র, অলংকার, কারুপণ্যে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরলেন তারকা মডেলরা। শুক্রবার ছুটির দিনের রাতে রাজধানীর গুলশান ক্লাবের ল্যামডা মিলনায়তনে এই মনকাড়া ফ্যাশন শোর আয়োজন করে ‘হেরিটেজ পল্লি’।
মঞ্চে মডেলদের পদচারণের আগে ছিল সংক্ষিপ্ত সূচনা পর্ব। বিশাল ডিজিটাল পর্দায় দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস–ঐতিহ্যের পরিচিতির সঙ্গে ৩০ বছর ধরে হেরিটেজ পল্লির কার্যক্রমের পরিচিতি তুলে ধরা হয়। হেরিটেজ পল্লির প্রতিষ্ঠাতা ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার টুটলি রহমান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্প, হস্ত ও কারুশিল্পের পুনরুজ্জীবনে সহায়তা দিতে হেরিটেজ পল্লি কাজ করছে। দেশে–বিদেশে নিয়মিত ফ্যাশন শো, তাঁতি ও কারুশিল্পীদের পণ্য বিপণনসহ তাঁদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ফ্যাশন শো। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বয়নশিল্পের বর্ণাঢ্য বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে লোকশিল্প থেকে অনুপ্রাণিত নকশার গয়না, বিভিন্ন রকম উদ্ভিদ ও স্থানীয় উপকরণে তৈরি সাজসজ্জার সামগ্রী। এই ফ্যাশন শোতে উপস্থাপিত পোশাকসহ সবকিছুই তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশি উপকরণ ব্যবহার করে।
‘হেরিটেজ পল্লি’ আয়োজিত ফ্যাশন শোতে ঐতিহ্যবাহী দেশীয় পোশাকে মডেলরা। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবের ল্যামডা মিলনায়তনে