বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত ২৯ সেপ্টেম্বর বিসিবি সিরিজের সূচিও ঘোষণা করেছিল। কিন্তু সেই সূচিতে পরিবর্তন এসেছে।
এক বিবৃতিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে।
আরো পড়ুন:
বিপিএলসহ তিন বিভাগের দায়িত্বে আমিনুল, ক্রিকেট পরিচালনায় ফাহিম
বিসিবির পরিচালক নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
মিরপুরে তিন ওয়ানডে হওয়ার কথা ১৮, ২০ ও ২৩ অক্টোবর। দ্বিতীয় ওয়ানডে একদিন পিছিয়ে সেটি হবে ২১ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে।
২৬, ২৮ ও ৩১ অক্টোবর হওয়ার কথা টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। একদিন করে পিছিয়ে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর। শেষ টি-টোয়েন্টি হবে যথারীতি ৩১ অক্টোবর। তিন ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
এবারের সফরে শুধু সাদা বলেই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ওয়ানডে খেলেছিলেন তারা। টি-টোয়েন্টি খেলেছিলেন তারও তিন বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা
রেফারির শেষ বাঁশি বাজতেই রুপালি-বৃষ্টিদের উৎসব শুরু। লাল-সবুজ পতাকা হাতে কোর্টের চারপাশ ঘুরে গ্যালারির দর্শকদের অভিবাদনের জবাবও দিলেন তাঁরা। প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হওয়ার আনন্দে মেয়েদের এই উদ্যাপন।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হলো অন্তত ব্রোঞ্জ পদক জয়ও। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল।
থাইল্যান্ডের বিপক্ষে এদিন প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশ। তবে রেইডার শ্রাবণী মল্লিক চোট নিয়ে মাঠ ছাড়ায় স্বাগতিক সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কয়েক মিনিট পর অবশ্য সুস্থ হয়ে মাঠে ফেরেন তিনি। বিরতির আগে এক রেইড থেকে দুই পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের ব্যবধান বেড়ে হয় ১৪-১২।
সেমিফাইনালে ওঠার আনন্দে মাতােয়ারা বাংলাদেশ দল