তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত বেরিস একিঞ্চি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বেরিস একিঞ্চি বলেন, ‌‘এটি আমার বাংলাদেশের প্রথম সফর।’ তিনি বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা তুরস্ক সফরের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে বলেন, ‘আমরা আমাদের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও উচ্চতায় নিতে চাই। জুলাই বিপ্লবের পর এটি এক নতুন সূচনা—দুই দেশ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।’ তিনি জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশিকে বিনা মূল্যে চিকিৎসাসুবিধা প্রদান করায় তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপপররাষ্ট্রমন্ত্রী একিঞ্চি বাংলাদেশের উন্নয়ন–প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘তুরস্ক সব সময় শিক্ষা উন্নয়নে উৎসাহ দেয় এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বৃত্তি এবং বিনিময় কর্মসূচি চালু রেখেছে।’

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো.

মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত রস ক

এছাড়াও পড়ুন:

ফোনকলে ট্রাম্পকে শুল্ক প্রত্যাহারের আহ্বান লুলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলাপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গত সোমবার এক ফোনকলে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক বাণিজ্য শুল্ক প্রত্যাহারে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিকট ভবিষ্যতে সরাসরি বৈঠকের ইঙ্গিতও দিয়েছেন দুজন।

ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প–লুলা ৩০ মিনিট ধরে ‘বন্ধুত্বপূর্ণ সুরে’ আলাপ করেন। এ সময় ব্রাজিলের ওপর আরোপ করা শুল্ক এবং দেশটির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান লুলা। তিনি বলেন, আগামী মাসে মালয়েশিয়ায় ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বৈঠকের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ফোনকল ‘খুবই ভালো’ হয়েছে। তাঁদের মধ্যে আরও আলাপ–আলোচনা হবে। নিকট ভবিষ্যতে তাঁরা ব্রাজিল ও যুক্তরাষ্ট্র—দুই দেশে একত্র হবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও লুলার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি। অধিবেশনে দেওয়া বক্তব্যে লুলা বলেছিলেন, ব্রাজিলের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘অগ্রহণযোগ্য’। অপর দিকে ট্রাম্প ব্রাজিলের বিরুদ্ধে ‘দমন–পীড়ন’ ও ‘বিচারিক দুর্নীতির’ অভিযোগ এনেছিলেন।

রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে পরাজিত হন বলসোনারো। তারপর তিনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আনা হয়।

সম্পর্কিত নিবন্ধ