বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।

টারজান থেকে তোলপাড়: কিমির উত্থান
কিমি বলিউডে পা রাখেন ‘পাতথর দিল’ (১৯৮৫) সিনেমার মাধ্যমে। একই বছর তিনি ‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। মনে করা হচ্ছিল, আগামীতে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর একজন হবেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’

আলোচিত সেই গান
১৯৯১ সালে কিমি ‘হাম’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন। সিনেমার গান ‘জুম্মা চুম্মা দে দে’ আজও আলোচিত। লাল রঙের উজ্জ্বল পোশাকে কিমির নাচের দৃশ্য দর্শকদের মনে আজও অম্লান। এই গান কিমিকে শুধুই জনপ্রিয় করেনি, বরং বলিউডে তাঁর অবস্থানকে স্থায়ী করেছে। ‘গানটি ছিল একেবারে আলাদা। সেটের আলো, বিট এবং অমিতাভজি; সব মিলিয়ে অভিজ্ঞতা ছিল অসাধারণ’, পরবর্তী এক সাক্ষাৎকারে বলেন কিমি।

কিমি কাতকার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে ব্যথিত’

বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়মুখ, কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে নেমেছে দুশ্চিন্তার ছায়া। প্রিয় তারকার সুস্থতায় একত্রিত হলেন শিল্পীরা। 

রবিবার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এই প্রার্থনায় যোগ দেন প্রবীণ ও নবীন শিল্পীরা। সকলে একসঙ্গে হাত তুলে দোয়া করেন—ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। 

আরো পড়ুন:

সালমান না কি শাকিব, কাকে এগিয়ে রাখলেন মিশা সওদাগর?

সময় দিতে না পারলে পদ আটকে রেখে লাভ কী, প্রশ্ন অমিত হাসানের

দোয়া শেষে আবেগঘন কণ্ঠে মিশা সওদাগর বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। একজন সচেতন নাগরিক ও সমাজকর্মী হিসেবে তিনি যে অবদান রেখেছেন, তা অনন্য। তার অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত। আল্লাহর কাছে তার পূর্ণ সুস্থতা কামনা করছি।” 

প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথমবার ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান মিশা সওদাগর। পরিবারের অনুরোধে তখন বিষয়টি প্রকাশ করেননি। তবে ভেতরে ভেতরে উদ্বেগে ছিলেন এবং ব্যক্তিগতভাবে নিয়মিত দোয়া করছিলেন। পরবর্তীতে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে খবর জানালে, শিল্পী সমিতি থেকে সম্মিলিত দোয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও জানান মিশা সওদাগর। 

দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যের প্রার্থনা করেন। 

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। ব্রেন টিউমারের কারণে আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এখন অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
  • বাংলাদেশের মেসি—প্রশংসা শুনে হামজা বললেন, ফুটবল একজনের খেলা নয়
  • ডিপো থেকে তেল চুরি তদন্তে কমিটি করেছে জ্বালানি বিভাগ
  • রাবিতে নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • পুলিশের শটগান-ওয়াকিটকি নিয়ে পালান দুই আসামি, একজন গ্রেপ্তার
  • ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন দিতিকন্যা লামিয়া
  • তিনি একজন উৎপাত সৃষ্টিকারী, তাঁকে চিকিৎসক দেখানো উচিত: থুনবার্গকে ট্রাম্পের উপহাস
  • সর্বসম্মতি ক্রমে সভাপতি আমিনুল
  • ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে ব্যথিত’