এ বছর রসায়নবিজ্ঞানে নোবেলজয়ীর নাম জানা যাবে আজ। সুইডেনের স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) ১১টা ৪৫ মিনিটে, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।

সোমবার (৬ অক্টোবর) চলতি বছরের প্রথম নোবেল ঘোষণা করা হয়। চিকিৎসাশাস্ত্রে এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই.

ফ্রাঙ্কো ও ফ্রেড র‌্যামসডেল ও জাপানের গবেষক শিমন সাকাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

কোয়ান্টাম মেকানিক্সে অবদানের জন্য পদার্থে নোবেল পেলেন ৩ জন

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পরের দিন মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে‌ ‌‌‌স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং ‌শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য নোবেল দেওয়া হয়েছে তাদের।  

আজ ঘোষণা করা হবে রসায়নে নোবেলজয়ীর নাম। গত বছর রসায়নে নোবেল পেয়েছিলেন ৩ জন রসায়নবিজ্ঞানী। এরা হলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। এদের মধ্যে ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের এবং ডেমিস হাসাবিস এবং জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক।

‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’- এ অবদান, অর্থাৎ নতুন ধরনের একটি প্রোটিন তৈরির জন্য নোবেল দেওয়া হয়েছিল ডেভিড বেকারকে। এটি ছিল খুবই জটিল এবং প্রায় অসম্ভব একটি গবেষণা।

আর ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে নোবেল দেওয়া হয়েছিল ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’ বিষয়ে অবদান রাখার জন্য। দুই ব্রিটিশ বিজ্ঞানী এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন যা দিয়ে ৫০ বছরের পুরোনো ‘প্রোটিনের জটিল কাঠামো অনুমান করার’ সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

আগামীকাল ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর পর ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। 

প্রতি বছর সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয় নরওয়ে থেকে।

পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। ১৯৬৮ সাল ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ব ল প রস ক র ন ব লজয় র ন ম জয় র ন ম প রস ক র পদ র থ য ক তর বছর র

এছাড়াও পড়ুন:

থমকে গেল গায়ক পলাশ ও ক্রিকেটার স্মৃতির বিয়ের সানাই

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। কয়েক দিন আগে তার দল বিশ্বকাপ জিতেছে। এ আনন্দের রেশ না কাটতেই বিয়ের পিঁড়িতে বসেছেন। তার বর অন্য কেউ নন, বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। রবিবার (২৩ নভেম্বর) এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ফলে বিয়ের আনন্দে মেতেছিলেন এই প্রেমিক যুগল। 

সাংলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের উৎসব চলছিল। স্মৃতি-পলাশের বিয়ের আনন্দে বিষাদের ছায়া নেমেছে; থমকে গিয়েছে বিয়ের সানাইয়ের সুর। কারণ স্মৃতির বাবা শ্রীনীবাসা মান্ধানার হার্ট অ্যাটাক হয়েছে। খবর ইন্ডিয়া ডটকমের।  

আরো পড়ুন:

দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহরুখ খানের বক্তব্য

সাঁইত্রিশে গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল

পরিবারের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রীনিবাস মান্ধানাকে দ্রুত সাংলির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। স্মৃতি ও তার ঘনিষ্ঠ আত্মীয়রা হাসপাতালে রয়েছেন। 

স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা বলেন, “আজ সকালে নাশতা করার সময় স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে পড়েন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু তার অবস্থা খারাপ হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।” 

আজ বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ তথ্য জানিয়ে তুহিন মিশ্রা বলেন, “আপনারা জানেন, স্মৃতি তার বাবার খুব কাছের মানুষ। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আজকের নির্ধারিত বিয়েটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। এখন তিনি হাসপাতালে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমরাও খুব মর্মাহত। আমাদের একটাই চাওয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।” 

রবিবার (২৩ নভেম্বর) সাংলিতে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও ভক্তদের উপস্থিতিতে স্মৃতি-পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ভারতীয় নারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও স্মৃতির সঙ্গে ছিলেন। গত কয়েক দিনে দম্পতির জমকালো, চলচ্চিত্রের মতো সাজানো প্রি-ওয়েডিং অনুষ্ঠানের বহু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিয়ের সেই সাজসজ্জা এখন খুলে ফেলা হচ্ছে। বিয়ের জন্য আরো কিছুটা সময় তাদের অপেক্ষা করতে হবে বলে জানা গেছে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ