Risingbd:
2025-11-23@12:57:55 GMT

রেনেটার ক্রেডিট রেটিং নির্ণয়

Published: 8th, October 2025 GMT

রেনেটার ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং পিএলসির রেটিং অনুযায়ী, রেনেটার দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

রেনেটার ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

থমকে গেল গায়ক পলাশ ও ক্রিকেটার স্মৃতির বিয়ের সানাই

ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। কয়েক দিন আগে তার দল বিশ্বকাপ জিতেছে। এ আনন্দের রেশ না কাটতেই বিয়ের পিঁড়িতে বসেছেন। তার বর অন্য কেউ নন, বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল। রবিবার (২৩ নভেম্বর) এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ফলে বিয়ের আনন্দে মেতেছিলেন এই প্রেমিক যুগল। 

সাংলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের উৎসব চলছিল। স্মৃতি-পলাশের বিয়ের আনন্দে বিষাদের ছায়া নেমেছে; থমকে গিয়েছে বিয়ের সানাইয়ের সুর। কারণ স্মৃতির বাবা শ্রীনীবাসা মান্ধানার হার্ট অ্যাটাক হয়েছে। খবর ইন্ডিয়া ডটকমের।  

আরো পড়ুন:

দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহরুখ খানের বক্তব্য

সাঁইত্রিশে গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল

পরিবারের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রীনিবাস মান্ধানাকে দ্রুত সাংলির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। স্মৃতি ও তার ঘনিষ্ঠ আত্মীয়রা হাসপাতালে রয়েছেন। 

স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা বলেন, “আজ সকালে নাশতা করার সময় স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে পড়েন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু তার অবস্থা খারাপ হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।” 

আজ বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ তথ্য জানিয়ে তুহিন মিশ্রা বলেন, “আপনারা জানেন, স্মৃতি তার বাবার খুব কাছের মানুষ। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আজকের নির্ধারিত বিয়েটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। এখন তিনি হাসপাতালে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমরাও খুব মর্মাহত। আমাদের একটাই চাওয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।” 

রবিবার (২৩ নভেম্বর) সাংলিতে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও ভক্তদের উপস্থিতিতে স্মৃতি-পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ভারতীয় নারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও স্মৃতির সঙ্গে ছিলেন। গত কয়েক দিনে দম্পতির জমকালো, চলচ্চিত্রের মতো সাজানো প্রি-ওয়েডিং অনুষ্ঠানের বহু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিয়ের সেই সাজসজ্জা এখন খুলে ফেলা হচ্ছে। বিয়ের জন্য আরো কিছুটা সময় তাদের অপেক্ষা করতে হবে বলে জানা গেছে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ