চলতি বছর রসায়নে তিন জন যুগ্মভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। বুধবার সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স এবারের বিজয়ী হিসেবে জাপানি বিজ্ঞানী সুসুমু কিটাগাওয়া, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ওমর এম. ইয়াগির নাম ঘোষণা করেছে। 

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় রসায়নে নোবেল বিজয়ী এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তাদেরকে এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকার মতো।

আরো পড়ুন:

রসায়নে নোবেলজয়ীর নাম জানা যাবে আজ

কোয়ান্টাম মেকানিক্সে অবদানের জন্য পদার্থে নোবেল পেলেন ৩ জন

এর আগে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ.

ডেভোরেট এবং জন এম. মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। 

‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন’ আবিষ্কারের এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়।

তার আগের দিন সোমবার (৬ অক্টোবর) চিকিৎসায় নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন দুই মার্কিন গবেষক ম্যারি ই. ব্রুনকো ও ফ্রেড রামসডেল এবং জাপানি গবেষক শিমন সাকাগুচি। মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।

নোবেল কমিটির ওয়েবসাইট থেকে জানা গেছে, আগামীকাল ৯ অক্টোবর সাহিত্য ক্যাটাগরিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

১০ অক্টোবর ঘোষণা করা হবে এ পুরস্কারের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি শান্তিতে নোবেলজয়ীর নাম। তার তিন দিন পর ১৩ অক্টোবর সর্বশেষ অর্থনীতি বিভাগে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে অল্প কয়েক জনকে মনোনীত করা হয়। তারপর মনোনীতদের মধ্যে এক বা একাধিক জনকে দেওয়া হয় পুরস্কার।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ব ল প রস ক র ন ব ল প রস ক র পদ র থ র জন য

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের গণসংযোগ 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের গণসংযোগকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড এলাকায় সৃষ্টি হয় জনস্রোত।

উৎসবমুখর পরিবেশে হাজারো নারী-পুরুষ ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া উপহার দিয়ে প্রার্থী মান্নানকে স্বাগত জানান।

‎‎গণসংযোগজুড়ে কর্মী-সমর্থকদের শ্লোগান ‘ভোট দিব কিসে ধানের শীষে’ বারবার ধ্বনিত হতে থাকে। এতে পুরো এলাকাজুড়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

‎‎রবিবার (২৩ নভেম্বর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে মৌচাক এলাকা থেকে গণসংযোগের সূচনা হয়। পরে মিজমিজি পশ্চিমপাড়া, দক্ষিণ পাড়া, কান্দাপাড়া ও মধ্য কান্দাপাড়া হয়ে সাহেবপাড়ায় পৌঁছে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‎‎এদিকে গণসংযোগকে সফল করতে দুপুর থেকেই মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ, সদর থানা, বন্দর থানা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন, সাউন্ড সিস্টেম, ঢাক-ঢোল ও বিশাল মোটরসাইকেল গাড়িবহরসহ পৃথক পৃথক মিছিল নিয়ে মৌচাক স্ট্যান্ডে জড়ো হন। পরে তারা গণসংযোগে যোগ দিয়ে পুরো কার্যক্রমকে আরও উৎসবমুখর করে তোলেন।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরদার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ